Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৬, ১১ মার্চ ২০২১

৪১তম বিসিএস পরীক্ষা: কেন্দ্রে ১৭০ ম্যাজিস্ট্রেট নিয়োগ

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ৪১তম বিসিএস পরীক্ষা। এ উপলক্ষে পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরের আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে সরকার। একই সাথে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কন্ট্রোল রুমের জন্য আরো ১০ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ১৭০ জন কর্মকর্তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ‘পাবলিক এক্সামিনেশন (অফেন্স) অ্যাক্ট ১৯৮০’ অনুযায়ী আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ম্যাজিস্ট্রেটদেরকে আগামী ১৩ মার্চ বিকেল ৩টায় সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) ওয়ার্কশপ/সেমিনারে উপস্থিত হওয়ার জন্য এবং পরীক্ষার দিন অর্থাৎ, ১৯ মার্চ বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া প্রিলিমিনারি পরীক্ষা পরিচালনার জন্য পিএসসিকে সহায়তা দিতে প্রশাসনের ৪০ জন সহকারী সচিবকে (নন ক্যাডার) সংযুক্তি দেয়া হয়েছে।

আগামী ১৯ মার্চ ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ প্রিলিমিনারি ঢাকায় ১৬০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়