Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ১৮ জুলাই ২০২১
আপডেট: ১৪:৫৩, ১৮ জুলাই ২০২১

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান

৪৩তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এতে চার লক্ষাধিক চাকরিপ্রার্থী আবেদন করেছেন। সামনে প্রিলিমিনারি পরীক্ষা। গুছানো প্রস্তুতি ছাড়া বিসিএসে ভালো করা যায় না। তাই এখন থেকেই পরিকল্পনা অনুসারে পড়তে হবে। 

বিসিএস প্রিলিতে পাস করা একদম সহজও নয়, আবার খুব কঠিনও নয়। প্রস্তুতি যদি পরিকল্পিতভাবে ঠিকঠাক করা যায়, তাহলে হাজার হাজার প্রার্থীর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে টিকিয়ে রাখা সম্ভব।

তাই ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।

১। ‘ফণী-মনসা’ কাব্যের রচয়িতা কে?

ক) আহসান হাবিব খ) সিকান্দার আবু জাফর

গ) সত্যেন্দ্রনাথ দত্ত ঘ) কাজী নজরুল ইসলাম

সঠিক উত্তর: কাজী নজরুল ইসলাম

২। অস্ট্রিক জাতির অপর নাম কী?

ক) আর্য খ) শঙ্কর গ) নিষাদ ঘ) সেমীয়

সঠিক উত্তর: নিষাদ 

৩। ঢাকা সর্বশেষ কবে বাংলার রাজধানী হয়?

ক) ১৬১০ খ) ১৬৬০ গ) ১৯০৫ ঘ) ১৯৪৭

সঠিক উত্তর: ১৯৪৭

৪। ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যটি কবে উদ্বোধন করা হয়?

ক) ১৬ ডিসেম্বর ১৯৭৯ খ) ১৬ ডিসেম্বর ১৯৮০

গ) ১৬ ডিসেম্বর ১৯৮১ ঘ) ১৬ ডিসেম্বর ১৯৮২

সঠিক উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭৯

৫। হাজং উপজাতিদের বসবাস কোথায়?

ক) ময়মনসিংহ ও নেত্রকোনা খ) কক্সবাজার ও রামু

গ) রংপুর ও দিনাজপুর ঘ) সিলেট ও মণিপুর

সঠিক উত্তর: ময়মনসিংহ ও নেত্রকোনা

৬। শায়েস্তাখানের কন্যা পরী বিবির আসল নাম কী ছিল?

ক) ইরাক দুখত খ) ইরান দুখত

গ) ফরাসি দুখত ঘ) আরবি দুখত

সঠিক উত্তর: ইরান দুখত

৭। বাংলাদেশের গণহত্যা দিবস কবে?

ক) ২১ ফেব্রুয়ারি খ) ২৫ মার্চ গ) ২৬ মার্চ ঘ) ১৪ ডিসেম্বর

সঠিক উত্তর: ২৫ মার্চ

৮। রাষ্ট্রপতি সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?

ক) ৫৫(২) খ) ৫৬(২) গ) ৭২(১) ঘ) ৭২(২)

সঠিক উত্তর: ৭২(১)

৯। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?

ক) সেন্টমার্টিন খ) লালপুর গ) লালমোহন ঘ) হাজীপুর

সঠিক উত্তর: হাজীপুর

১০। সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে?

ক) ১৯(১) খ)২৭ গ) ২৮(১) ঘ) ২৮(২)

সঠিক উত্তর: ২৮(২)

১১। বাংলাদেশ মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল-এর কয়টি গোল অর্জন করতে সক্ষম হয়েছে?

ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি

সঠিক উত্তর: ৬টি

১২। রাজারবাগ পুলিশ লাইনে ‘দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী কে?

ক) হামিদুর রহমান খ) মৃণাল হক

গ) নভেরা আহমেদ ঘ) শামিম শিকদার

সঠিক উত্তর: মৃণাল হক

১৩। হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের কত তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন?

ক) ৪০তম খ) ৪১তম গ) ৪২তম ঘ) ৪৩তম

সঠিক উত্তর: ৪১তম

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়