Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ১৯ জুলাই ২০২১
আপডেট: ১৩:৫৩, ১৯ জুলাই ২০২১

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: বাংলা

বিসিএস চাকরিপ্রার্থীরা ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। স্বল্প সময়ে গুছানো প্রস্তুতি নিতে হবে।

৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য 'বাংলা' বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।

১। বৈষব পদাবলির আদি রচয়িতা কে?  

ক) শ্রীচৈতন্য খ) বিদ্যাপতি

গ) চণ্ডীদাস ঘ) জ্ঞানদাস

সঠিক উত্তর: বিদ্যাপতি

২। বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 

ক) ১৮৩৯ খ) ১৭৮০ গ) ১৮৩৩ ঘ) ১৮২৯

সঠিক উত্তর: ১৮২৯ 

৩। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

ক) সারদা দেবী খ) চন্দ্রাবতী গ) স্বর্ণকুমারী দেবী ঘ) সুফিয়া কামাল 

সঠিক উত্তর: চন্দ্রাবতী

৪। ‘হয়’ শব্দের সমার্থক শব্দ কি?

ক) হাতি খ) ভালুক গ) ঘোড়া ঘ) হরিণ

সঠিক উত্তর: ঘোড়া

৫। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? 

ক) উইলিয়াম কেরি খ) ক্লার্ক মার্শম্যান 

গ) লর্ড কর্নওয়ালিস ঘ) লর্ড ওয়েলেসলি 

সঠিক উত্তর: লর্ড ওয়েলেসলি 

৬। কোন বানানটি শুদ্ধ?

ক) বিভিসীকা খ) বিভীষিকা গ) বিভীষীকা ঘ) বিভীসিকা 

সঠিক উত্তর: বিভীষিকা 

৭। 'শকুন্তলা' গ্রন্থটির রচয়িতা কে? 

ক)  উইলিয়াম কেরি খ) রামরাম বসু গ) চণ্ডীচরণ মুনশী ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

সঠিক উত্তর:  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

৮। কোন বাক্যটি শুদ্ধ?

ক) একটি গোপনীয় কথা বলি 

(খ) একটি গোপন কথা বলি 

গ) একটি গুপ্ত কথা বলি 

ঘ) একটা গোপন কথা বলি 

সঠিক উত্তর: একটা গোপন কথা বলি 

৯। অর্থী শব্দের বিপরীত শব্দ কোনটি? 

ক) প্রার্থী খ) প্রত্যর্থী গ) প্রার্থনাকারী ঘ) যাচক

সঠিক উত্তর: প্রত্যর্থী

১০। নিচের কোনটি তৎসম শব্দ?

ক) চাঁদ খ) খোকা গ) কাঠ ঘ) সন্ধ্যা

সঠিক উত্তর: সন্ধ্যা

১১। 'খগ' শব্দের অর্থ- 

ক) ঘোড়া খ) বাঘ গ) পাখি ঘ) মানুষ

সঠিক উত্তর: পাখি 

১২। ভাষার মূল উপাদান কোনটি?

ক) বর্ণ খ) শব্দ গ) ধ্বনি ঘ) বাক্য

সঠিক উত্তর: ধ্বনি

১৩। 'বক ধার্মিক' কোন সমাস?

ক) মধ্যপদলোপী 

খ) উপমান 

গ) উপমিত

ঘ) রূপক 

সঠিক উত্তর: উপমান 

১৪। বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা কতটি? 

ক) ১৬ খ) ১৫ গ) ১৩ ঘ) ৫

সঠিক উত্তর:

১৫। 'রেখাচিত্র' কার রচনা?

ক) গোলাম মোস্তোফা 

খ) আবুল ফজল 

গ) আবুল মনসুর আহমদ 

ঘ) বদরুদ্দীন ওমর 

সঠিক উত্তর: আবুল ফজল 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়