Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

চাকরি ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৬:৩০, ১৭ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:৩২, ১৭ নভেম্বর ২০২১

মালিকপুর এগ্রো ফার্ম মৌলভীবাজারে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান মালিকপুর এগ্রো ফার্ম। যা মাছ উৎপাদন, গরু মোটাতাজাকরণ, ডেইরি খামার, ছাগল পালন ও দেশীয় ফল-সবজি উৎপাদনে সুনামের সাথে পরিচালনা করে আসছে। ফার্মের প্রবৃদ্ধি বজায় রাখার নিমিত্তে নিম্নলিখিত পদসমূহের জন্য কিছু দক্ষ জনবল নিয়োগ দেয়া হবে।

 

মালিকপুর এগ্রো ফার্মে নিয়োগ বিজ্ঞপ্তি

ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা     বেতন
০১ ম্যানেজার ১টি 

বি.এস.সি ইন ফিশারীজ/সম্মান

কোন স্বনামধন্য ফার্মে
   ৩-৪ বছরের অভিজ্ঞতা
আলোচনা সাপেক্ষে
০২ সুপারভাইজার ১টি  এস.এস.সি    
কোন স্বনামধন্য ফার্মে
গরু মোটাতাজাকরণ ও ডেইরি খামার
এবং ছাগল পালনের উপর
৩-৪ বছরের অভিজ্ঞতা
আলোচনা সাপেক্ষে
০৩ শ্রমিক ৫টি  ৫ম শ্রেণি
কোন স্বনামধন্য ফার্মে
গরু মোটাতাজাকরণ ও ডেইরি খামার
এবং ছাগল পালনের উপর ১-২ বছরের অভিজ্ঞতা
আলোচনা সাপেক্ষে
০৪ শ্রমিক ৭টি  ৫ম শ্রেণি   মৎস্য খামারের উপর অভিজ্ঞতা   আলোচনা সাপেক্ষে
০৫  শ্রমিক ৪ টি  ৫ম শ্রেণি  কৃষিকাজ (ফল ও সবজি) উৎপাদনে অভিজ্ঞতা আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধাদি: বাসস্থান, খাবার, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় তৈজসপত্র ফার্ম কর্তৃপক্ষ বহন করবে।

আগ্রহী প্রার্থীগণ নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য আহ্বান করা যাচ্ছে।

কাজের স্থান

মালিকপুর এগ্রো ফার্ম
ছিকরাইল, মৌলভীবাজার
( বিলাস পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান )

যোগাযোগ মাধ্যম 

মোবাইল: +৮৮০১৭৩৯-৮০৭০০৪
হোয়াটসঅ্যাপ: +৮৮০১৭২০-১৫২০২৪
ইমেইল: E-mail : [email protected]

বি:দ্র: অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

আরও পড়ুন 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়