Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৮:১৭, ২৯ ডিসেম্বর ২০২৩

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ এমনটাই ঘোষণা দেয়া হয়েছে বাংলাদেশ শিক্ষক নিবন্ধন কার্যালয় থেকে। সর্বমোট ২৩৯৮৫ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

২০২০ সালে প্রকাশিত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রায় কয়েক হাজার শিক্ষার্থী। সেই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে বাছাই করা হয় প্রার্থীদেরকে। ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। দেখে তো পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ছিল প্রায় ২৯ হাজারের মতো। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কে পরবর্তী সময়ে ভাইবা অর্থাৎ মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। আর তার ফলাফলে ঘোষণা করা হয়েছে গত ২৮ ডিসেম্বর রোজ বৃহস্পতিবারে। ফলাফলের মাধ্যমে সর্বমোট ২৩৯৮৫ জনকে মনোনীত করে চূড়ান্তভাবে বাংলাদেশ এনটিআরসিএ। লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছিল গত বছরের অর্থাৎ ২০২২ সালে ৩০ এবং ৩১ ডিসেম্বর।

এই পরীক্ষায় ভর্তি উত্তীর্ণ হয়েছিলেন লক্ষ ৫১ হাজার প্রার্থীরা। এরপর লিখিত পরীক্ষার মাধ্যমে তাদেরকে করা হয় এবং ভাইবার পরীক্ষার ফলাফল ঘোষণা করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল সংক্রান্ত তথ্য

বাংলাদেশে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই নিবন্ধন পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। এর মাধ্যমে কয়েকটি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এবং যোগ্য প্রার্থীদেরকে চাকরির সুযোগ দেওয়া হয়। সরকারি চাকরি হওয়ার ক্ষেত্রে এখানে প্রচুর প্রতিযোগিতা হয়ে থাকে। প্রতিটি সিটের বিপরীতে প্রায় ৫০ জনের অধিক শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এখানে প্রতিযোগিতার মাধ্যমে একজন শিক্ষার্থীদেরকে তিনটি ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে এখানে নিয়োগ প্রাপ্ত হতে হয়। ১৮তম শিক্ষক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এমনকি প্রার্থীরা প্রস্তুতি গ্রহণ করছে।

১৭তম শিক্ষক নিবন্ধন ফলাফল দেখার নিয়ম

যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তাদেরকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এসএমএস পাননি অথবা ফলাফল দেখতে চাচ্ছেন ম্যানুয়াল ভাবে তারা নিজের পদ্ধতি গুলো অনুসরণ করুন।

প্রথম ধাপ

প্রথমে একটি ইন্টারনেট যুক্ত ডিভাইস হাতে নিতে হবে। এরপর যে কোন একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। ব্রাউজারে প্রবেশ করার পর এই লিংকে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে বাংলাদেশ শিক্ষক নিবন্ধনের অফিসিয়াল ওয়েবসাইট টেলিটকের অন্তর্ভুক্ত।

দ্বিতীয় ধাপ

ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রার্থীদেরকে তাদের নিজের রোল নম্বর এবং কততম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছিলেন সেটি প্রবেশ করতে হবে। এই সকল তথ্যগুলো প্রবেশ করানোর পর সাবমিট অপশনে ফলাফল চলে আসবে। এই মূলত ১৭তম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফলাফল দেখতে হয়।

চাকরির খবর মূলক সর্বশেষ আপডেট তথ্যগুলো জানার জন্য অবশ্যই আমাদের পত্রিকা পড়বেন। প্রত্যেক শুক্রবারের মতো আজকেও সাপ্তাহিক চাকরির পত্রিকা তুলে ধরা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়