Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৩:৫৭, ১০ জানুয়ারি ২০২৪

প্রাথমিক সহকারী শিক্ষকের দ্বিতীয় ধাপ পরীক্ষা কবে

এখন আলোচনার বিষয় হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষকের দ্বিতীয় ধাপ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয় সম্পর্কে। কারণ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আগামী দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয় সম্পর্কে।

গত ৮ ডিসেম্বর ২০২৩ এ অনুষ্ঠিত হয়ে গেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম ধাপের পরীক্ষা। আর ইতিমধ্যে ফলাফল অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এই পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা থাকলেও তারপরেও ফলাফল ঘোষণা করা হয়েছে এবং প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই এবং সেই বিষয় সম্পর্কে তুলে ধরা হচ্ছে এই খবরে।

প্রাথমিক সহকারী শিক্ষকের দ্বিতীয় ধাপ পরীক্ষা কবে

দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে মূলত রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ বিভাগের জেলা গুলোর উপর। প্রায় কয়েক লক্ষ প্রার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে তাই অধীর আগ্রহে সবাই বসে আছেন। কবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়টি জানার জন্য। এর অফিস থেকে জানানো দেওয়া হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি তবে এটি সম্ভাব্য। প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের প্রস্তুতি নেওয়া হচ্ছে বেশ জোরালো ভাবে। কেননা এখানে পরীক্ষার্থীর সংখ্যা বেশি এবং কেন্দ্রের সংখ্যা বেশি হবে। প্রথম ধাপের চেয়ে প্রায় ১০০ টি কেন্দ্র বেশি হবে এমনকি মোটকেন্দ্রের সংখ্যা ৬০০র অধিক হতে পারে।

তবে প্রাথমিক সহকারী শিক্ষকের দ্বিতীয় ধাপ পরীক্ষা ২ তারিখ অথবা ৯ তারিখে অনুষ্ঠিত হতে পারে তবে বেশি জোরালোভাবে দেওয়া হয়েছে ২ তারিখে। আর এই দুই তারিখে হচ্ছে শুক্রবার। তিন বিভাগ থেকে সর্বমোট আবেদন করেছে প্রায় ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন প্রার্থী। যে সকল প্রার্থীরা এ সকল অঞ্চল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়