Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১১:০৮, ৩ ফেব্রুয়ারি ২০২৪

সাব ইন্সপেক্টর নিয়োগ ২০২৪

বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যে সকল তরুণরা এখানে যোগদান করতে ইচ্ছুক তারা এই প্রতিবেদন থেকে বিজ্ঞপ্তি সম্পর্কে সকল তথ্যগুলো জানতে পারবেন।

সাব ইন্সপেক্টরে আবেদনের যোগ্যতা

এবারে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশ থেকে প্রায় ১৫০০ এর মত বাকিদেরকে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী। তবে এখানে চাকরি করার স্বপ্ন থাকে লক্ষ লক্ষ তরুণের। জনসাধারণের নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করে এ পদে নিয়োগ দিয়ে থাকে উক্ত বাহিনী। এখানে যোগদান করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রয়োজন হয় শারীরিক যোগ্যতা এবং অন্যান্য বিষয়গুলো। এখন নিচে থেকে আমরা এই যোগ্যতার বিষয় সম্পর্কে জেনে নিব।

শারীরিক যোগ্যতা: পুরুষদের জন্য শারীরিক যোগ্যতা প্রয়োজন হয়েছে উচ্চতা হিসেবে ৫ ফুট ৬ ইঞ্চি। মেয়েদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন ৫ ফুট ৪ ইঞ্চি। ওজনের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে উচ্চতা এবং বয়স অনুসারে।

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে অবশ্যই একজন প্রার্থীকে ন্যূনতম অনার্স বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। এর থেকে কম শিক্ষাগত যোগ্যতা হলে এখানে আবেদন করতে পারবেন না। একই সঙ্গে কম্পিউটার চালু নাই পারদর্শিতা থাকতে হবে। যারা কম্পিউটার চালানো পারদর্শী হবে তারাই কেবল এখানে আবেদনের সুযোগ পাবেন।

এছাড়াও একজন চাকরিপ্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। কোন ধরনের তালাকপ্রাপ্ত অথবা ডিভোর্সি হওয়া যাবে না। একই সঙ্গে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে তাদের। এমনটাই উল্লেখ রয়েছে সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তিতে।

যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কোন ধরনের আবেদন গ্রহণ করা হবে না। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়স অবশ্যই ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে একমাত্র ৩২ বছর পর্যন্ত হলেই আবেদন করার সুযোগ পাবেন তারা। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আরো জানতে বাংলাদেশ পুলিশ এর ওয়েবসাইটে প্রবেশ করুন।

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়