Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

প্রকাশিত: ১৩:৪৭, ১২ নভেম্বর ২০২০

শীতে শিশুর ত্বকের সুরক্ষায় যা প্রয়োজন

দরজায় কড়া নাড়ছে শীতকাল। এর মধ্যেই কিছু কিছু জায়গায় বেশ ঝেঁকে শীত নেমেছে। আর শীত মানেই যে শুস্কতার সমস্যা তা আর নতুন করে মনে করিয়ে দিতে হয় না কাওকেই। শীতে প্রকৃতির সাথে সাথে শুষ্ক হয়ে যায় মানুষের শরীরও। দেখা দেয় নানা ধরনের ত্বকের সমস্যা। তাই মৌসুমের এই সময়টাতে বাড়িতে থাকা ছোট্ট শিশুর ত্বকের সুরক্ষায় নজর রাখতে হয়।

যার কারণে শীতের আর্দ্র আবহাওয়াতে শিশুর ত্বক তুলনামূলক বেশি শুষ্ক নিষ্প্রাণ হয়ে পড়ে। তাই এই কোমল ত্বকের প্রয়োজন আরো বেশি সচেতনতা, আরো বেশি যত্ন।

আপনার শিশুটির ত্বকে যত্নে জেনে নিন কিছু প্রয়োজনীয় টিপস-

পর্যাপ্ত শীতের কাপড়

এই শীতে বাচ্চাকে ঠান্ডা থেকে রক্ষা করতে পর্যাপ্ত গরম কাপড় দিয়ে ঢেকে রাখুন। তবে খুব বেশি নয়। তাহলে বাচ্চা ঘেমে অসুস্থ হয়ে পড়বে।

গোসলের পর লোশন ব্যবহার করুন

গোসলের পর শিশুর নরম ত্বকে ময়েসচারাইজিং লোশন ব্যবহার করুন। বাজারে অনেক ধরণের লোশনের মধ্য থেকে ডাক্তারের পরামর্শমতো আপনার সন্তানের জন্য ভালোটি বেছে নিন। নাহলে ত্বকের ক্ষতি হতে পারে।

শিশুর গোসলে ঠিক তাপমাত্রার পানিতে

বাচ্চাকে বেশি সময় নিয়ে গোসল করানো উচিত না। গোসলের আগে পানির তাপমাত্রা অবশ্যই দেখে করে নিন যেন তা বেশি গরম বা বেশি ঠাণ্ডা না হয়।

প্রয়োজনে ডাক্তারে যান তাড়াতাড়ি

ত্বকের যেকোনো সমস্যা যেমন র‍্যা, ফুলে গেলে বা লাল হয়ে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা নিন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়