Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ১৩ নভেম্বর ২০২০

শীতকালে পালং শাক খাওয়ার উপকারিতা

পালং শাক

পালং শাক

শীত চলে এসেছে। ঋতুর সাথে সাথে আমাদের জীবনযাত্রা এবং শরীরের দিক থেকেও অনেক পরিবর্তন হয়। তাই একটু বাড়তি সতর্কতার প্রয়োজন সবার।

এই সময় সুস্থ থাকতে বেশি করে শাক সবজি খেতে হবে। এতে করে যে কোনো ভাইরাসের সংক্রমণ রুখে দেয়া সম্ভব। শরীরে ভিটামিনের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের শাক-সবজি খেতে হবে। 

শীতকালীন সবজির মধ্যে পালং শাক অন্যতম। পালং শাকে এমন কিছু উপাদান রয়েছে, যা আমাদের শরীর সুস্থ রাখতে খুবই দরকারী।

শীতকালে পালং শাক খাওয়ার উপকারিতাঃ

অনেকে পালং শাক খেতে চান না। কিন্তু এই শীতে শরীর সুস্থ থাকতে যেসব ভিটামিন দরকার তা পালং শাকে রয়েছে। তাই নিয়মিত এই শাক খাওয়া উচিত।

 পালং শাক হল ভিটামিন আর পুষ্টিগুণের অন্যতম উৎস। আপনার চোখ, মস্তিষ্ক, হার্ট ভালো রাখে এক আঁটি পালং শাক।

পালং শাকে আছে ভিটামিন এ, ক্যারোটিনের মতো অ্যান্টি অক্সিড্যান্ট, যা মস্তিষ্ক ভালো রাখে।

পালং শাক রক্তচাপ করায়। এতে যে নাইট্রেট আছে সেটি আসলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

এই শাকে প্রচুর আয়রন থাকায় রক্তাল্পতায় দারুণ কাজ করে। লাঞ্চ বা ডিনারে পালং শাক খান বা পালং শাকের জুস খান, রক্তে আয়রন বৃদ্ধি পাবে।

 এতে আরো রয়েছে লুটেইন ও জিয়াজ্যান্থিন। এসব উপাদান চোখ ভালো রাখে। মোট কথা হলো নিয়মিত পালং শাক খেলে চোখের নানা রকমের অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায়।

ক্যালসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, ভিটামিন সি, আয়রন, জিঙ্ক, ভিটামিন এ, ও, কে ইত্যাদি আপনার শরীরকে ভালো রাখতে প্রয়োজন হয়।

বেশি মশলা দিয়ে রান্না করলে পালং শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। এর গুণ সরাসরি গ্রহণ করার সবচেয়ে ভালো উপায় হলো এই শাক সিদ্ধ করে খাওয়া বা এর জুস খাওয়া। এতে করে আপনার ত্বক উজ্জ্বল হবে। সেই সঙ্গে চুলের নানা সমস্যার সমাধান হবে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়