Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২১:৫২, ১৩ নভেম্বর ২০২০

মাকড়সা তাড়ানোর কিছু ঘরোয়া উপায়

মাকড়সা

মাকড়সা

প্রায় সকলের ঘরেই মাকড়সা বাসা বানায়। পরিষ্কার করার দুইদিন পর পর ঘরের সিলিংয়ে মাকড়সার জালে ভরে যায়। শোবার ঘর, বাথরুম, রান্নাঘর সর্বত্রই এই কীট বিদ্যমান। ফলে ঘরের আনাচে কানাচে বারবার ঝুল জমে।

অনেক সময় তহ মাকড়সা শরীরে, জামাকাপড়ে হাঁটাহাঁটিও করতে থাকে। আর যত চেষ্টাই করুন না কেন মাকড়সার উৎপাত থেকে রক্ষা পাওয়া বেশ কঠিনই বটে! তবে চলুন এই সমস্যার কিছু সহজ সমাধান জেনে নেই-

লেবু 

লেবুতে থাকা উপাদানগুলো মাকড়সা তাড়াতে দুর্দান্ত কার্যকর। ঘরের যেসব জায়গায় মাকড়সার আক্রমণ বেশি সেখানে লেবুর রস ঘষে দিন। এছাড়া লেবুর রস বের করে স্প্রে করতে পারেন। 

দারুচিনি গুঁড়া 

দারুচিনি গুঁড়া ছিটিয়েও মাকড়সার হাত থেকে মুক্তি পাওয়া যায়। দারুচিনির কড়া গন্ধের কারণেই মূলত মাকড়সা পালিয়ে যাবে। 

রসুন

রসুন মাকড়সা তাড়াতে খুবই কার্যকরী। এর কটূ গন্ধ পোকামাকড় তাড়াতে সহায়তা করে। এজন্য পানিতে দুই থেকে তিনটি রসুন দিয়ে দুইদিন রেখে দিন। এবার এই পানি ছিটিয়ে দিন যেসব জায়গাগুলোতে মাকড়সা বেশি থাকে সেখানে।

সাদা ভিনেগার

সাদা ভিনেগার ব্যবহার করেও মাকড়সা তাড়াতে পারেন। পানির সঙ্গে সাদা ভিনেগার মিশিয়ে ঘরের কোণে এবং দেয়ালে স্প্রে করুন। তাহলে মাকড়সা পালাবে। ভিনেগারে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যার গন্ধ পেলেই মাকড়সা পালাতে বাধ্য হবে। 

বেকিং সোডা

আপনি বেকিং সোডা ছিটিয়েও ঘর থেকে মাকড়সা এবং অন্যান্য কীটপতঙ্গ তাড়াতে পারেন।

তামাক

তামাকের গন্ধ মাকড়সা একদম সহ্য করতে পারে না। তামাকের গন্ধ পেলে মাকড়সা পালিয়ে যায়। তাই বাড়ির সব কোণে বা যে জায়গাগুলোতে মাকড়সা বাসা বাঁধে সেখানে তামাকের গুঁড়া ছিটিয়ে দিন। এছাড়াও পানিতে তামাক ভিজিয়ে সেটি স্প্রে বোতলে ভরে ঘরে স্প্রে করতে পারেন। 

পুদিনা পাতা

পুদিনা পাতার গন্ধও মাকড়সা সহ্য করতে পারে না। তাই ঘর থেকে মাকড়সা তাড়াতে আপনি পুদিনার সাহায্য নিতে পারেন। কয়েকটা পুদিনা পাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে নিন। তারপর স্প্রে বোতলে ভরে ঘরের সব কোণে স্প্রে করে দিন। এছাড়াও আপনি পুদিনা পাতার তেলও ব্যবহার করতে পারেন। এই তেলের সঙ্গে অল্প পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করুন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়