Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ১৪ নভেম্বর ২০২০
আপডেট: ২১:১২, ১৪ নভেম্বর ২০২০

ইঁদুরের উপদ্রব দূর করার কিছু ঘরোয়া উপায়

ইঁদুর

ইঁদুর

নিত্যদিনের স্বাভাবিক জীবনে একটি আতঙ্ক ও উপদ্রবের নাম ইঁদুর। শুধু আমাদের দেশেই নয়, বিশ্বব্যাপী এই প্রাণীটির উপদ্রব রয়েছে। ঘরবাড়ি পরিষ্কার রেখেও ইঁদুরের উৎপাত কমানো খুবই কষ্টকর হয়ে পড়ে।

আর ইঁদুরের কারণে নানা রোগবালাই ঘরে লেগেই থাকে। আপনি কি জানেন, একটি সুস্থ ইঁদুরের দেহ থেকে মানুষের শরীরে কমপক্ষে ২০ ধরনের রোগের জীবাণু ছড়াতে পারে। তাই এর হাত থেকে রক্ষা পেতে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।

ইঁদুরের হাত থেকে বাঁচার কিছু সহজ উপায় এখানে উল্লেখ করা হলো-

তুলোর ছোট ছোট বল পিপারমিন্ট তেলে ডুবিয়ে ঘরের বিভিন্ন স্থানে রাখুন। পিপারমিন্টের গন্ধ ইঁদুর সহ্য করতে পারে না!

লবঙ্গের ঝাঁঝাঁলো গন্ধ ও স্বাদ দুটোই ইঁদুরের কাছে খুব অস্বস্তিকর। কয়েকটা আস্ত লবঙ্গ কাপড়ে পেঁচিয়ে ঘরে কোণায় রেখে দিন। ইঁদুর পালাবে!

ঘরের যেখানে বেশি ইঁদুরের উপদ্রব, সেখানে পুরনো কপাড়ে লাল মচিরে গুঁড়ো পুড়ে, পোটলা বানিয়ে রেখে দিন। শুধু ইঁদুর নয় অন্যান্য পোকা যেমন- পিঁপড়া, তেলাপোকা ও ছাড়পোকা দূর করতেও লাল মরিচের গুঁড়োর কোনো বিকল্প নেই!

পঁচা পেঁয়াজের গন্ধ ইঁদুরের যম! তবে এই গন্ধে আপনার টেকাও দায় হতে পারে! কাজেই, চাইলে টাটকা পেঁয়াজও ইঁদুর উপদ্রুত জায়গায় রাখতে পারেন এবং নিয়মিত পরিবর্তন করুন।

রাতে ঘরের বিভিন্ন জায়গায় যথেষ্ট পরিমাণে বেকিং সোডা ছড়িয়ে রাখুন। সকালে ঝেঁড়ে ফেলে দেবেন। ইঁদুর আর ওমুখো হবে না!

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়