সুমাইয়া সিরাজী
আপডেট: ০০:৪৯, ২৭ এপ্রিল ২০২১
শিশুরা সবসময় অনুকরণপ্রিয়, মা হচ্ছেন প্রথম শিক্ষক-মডেল
শিশুরা সবসময় অনুকরণপ্রিয়। তাই শিশুকে নতুন কিছু শেখানোর সময় অনুকরণ করে শেখানো একটা সুন্দর মাধ্যম হতে পারে। মা হচ্ছেন শিশুর প্রথম শিক্ষক। মায়ের কাছ থেকে শিশু কোন কিছু শিখতে নির্ভরতার একটা আভাস পায়। তাই যেকোন কাজের ক্ষেত্রে মা মডেলিং করে শেখাতে পারেন।
শিশুরা কাদামাটির মতো। বয়স অল্প যখন মাটি তখন ততোই নরম । এই সময় যা শেখানো হবে শিশু তা ততো দ্রুত শিখবে । যেভাবে শেখাবে ঠিক সেভাবেই শিখবে জানবে এবং করবে। যতো দেরি করবেন, ততো বয়স বাড়বে তত মাটি শক্ত হবে। চাইলেও তখন আর অনেক কিছু সহজ করে শেখানো সম্ভব হবে না।
আমাদের উদ্দেশ্য হওয়া উচিত শিশুকে স্বনির্ভর করে তোলা যাতে সে নিজের কাজ নিজেই করতে পারে। খাবার খাওয়া, দাঁত ব্রাশ করা, টয়লেট করা, মুখ ধোয়া, নিজের চুল আঁচড়ানো। এই কাজগুলো করার সময় সাহায্যের মাত্রা ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। সবসময় শিশুর সাথে কথা বলা সামনে থেকে বলতে হবে, যাতে শিশু আপনি কি বলছেন সেটা শোনার পাশাপাশি আপনাকে দেখতেও পায় ।
শিশুর মনোযোগ ধরে রাখার জন্য আলাদা কাজের প্রয়োজন নাই। আপনি প্রতিদিন যেই কাজ করেন সেখানে কিছু কৌশল অবলম্বন করলেই কিন্তু আপনার শিশুর মনোযোগ বাড়াতে পারেন। বিভিন্ন খেলনা নিয়ে খেলতে তার চোখ বরাবর বস্তু ধরা। বিভিন্ন নামে না ডেকে একটি নামে ডাকা। তার সাথে কোন কাজ করতে সামনে সমান উচ্চতায় বসা। ঘরের টুকিটাকি কাজে সাথে রাখা। সহজ করে কিছু নির্দেশনা দেয়া। অর্ক "কলম আনো", "বাবাকে দাও'', "বল আনো"- এইরকম ছোট্ট ছোট্ট নির্দেশনা অনেক কার্যকরী।

মা হচ্ছেন শিশুর প্রথম শিক্ষক
শিশুরা কাদামাটির মতো। বয়স অল্প যখন মাটি তখন ততোই নরম । এই সময় যা শেখানো হবে শিশু তা ততো দ্রুত শিখবে । যেভাবে শেখাবে ঠিক সেভাবেই শিখবে জানবে এবং করবে। যতো দেরি করবেন, ততো বয়স বাড়বে তত মাটি শক্ত হবে। চাইলেও তখন আর অনেক কিছু সহজ করে শেখানো সম্ভব হবে না।
সুমাইয়া সিরাজী, নিউট্রিশনিস্ট এন্ড স্পেশাল এডুকেটর
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?

























