লাইফস্টাইল ডেস্ক
আপডেট: ১৭:৩৩, ৩১ মে ২০২১
ভাঙা লিপস্টিক জোড়া লাগানোর কৌশল
নারীদের সাজের গুরুত্বপূর্ণ একটি উপকরণ লিপস্টিক। এটি ঠোঁটের সৌন্দর্য বাড়ায়। অনেকেই শখ করে দামি লিপস্টিক কিনে থাকেন। কিন্তু লিপস্টিক দেয়ার সময় যদি সেটি ভেঙে যায় তাহলে মন খারাপ তহ হবেই।
তবে একটি কৌশল জানা থাকলে আপনি আপনার শখের লিপস্টিকটি ভেঙে গেলেও খুব সহজেই জোড়া লাগিয়ে নিতে পারবেন। এবং সেই কৌশলটি হলো-
প্রথমে লিপস্টিকের ভাঙা অংশের নিচে ম্যাচ কিংবা লাইটার দিয়ে গলিয়ে নিন। অথবা মোম দিয়েও গলাতে পারেন। মোম দিয়ে কাজটি সহজ হবে। তবে সাবধান থাকুন, লিপস্টিক যেন আগুনে পুড়ে না যায়। পুড়ে গেলে নষ্ট তা হয়ে যাবে।
এখন গলানো অংশটি মূল লিপস্টিক অংশের উপর লাগিয়ে কিছুক্ষণ চেপে ধরে থাকুন। পরে টুথপিক কিংবা কোনো কাঠি দিয়ে জোড়া লাগানো অংশটি সমান করে নিন। সাবধানে কাজটি করুণ যাতে পুনরায় ভেঙে না যায়। সবশেষে লিপস্টিক পুরোপুরি লাগানোর জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন।
এভাবে খুব সহজেই ভাঙা লিপস্টিক জোড়া লাগিয়ে নিতে পারবেন।
আইনিউজ/এসডিপি
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?

























