Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫,   কার্তিক ২১ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৮:২৪, ৩ জুন ২০২১
আপডেট: ১২:৫৩, ৪ জুন ২০২১

কাজের ফাঁকে ঘুম বাড়াবে মস্তিষ্কের ক্ষমতা

দুপুরে খাওয়ার পরে অনেকেই ঘুমাতে ভালোবাসেন। কিন্তু বর্তমানে কর্মব্যস্ততায় কারণে এই সুযোগ পাওয়া যায় না। যদিও প্রতিদিন রুটিন মেনে একটানা কাজ করতে একঘেয়েমি লাগে, তারপরও কর্মের তাগিদে কিছু করার থাকে না। 

তবে একটানা কাজ না করে কাজের ফাঁকে যদি একটু বিশ্রাম নেয়া যায় তবে তা স্বাস্থ্যের জন্য ভালো। আর সেই বিশ্রামটা যদি পুরোপুরি ঘুম হয়, তাহলে বাড়বে মস্তিষ্কের ক্ষমতা। সে পাঁচ মিনিটের জন্য হলেও হবে বলে এক গবেষণায় বলা হয়েছে। 

‘জেনারেল সাইকিয়াট্রি’ নামক মনোবিজ্ঞানের পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা বলেছেন, যারা দুপুরে অল্প হলেও ঘুমান, অন্যদের তুলনায় তাদের মস্তিষ্ক বেশি কাজ করতে পারে। স্মৃতিশক্তিও বেড়ে যায় অনেকটা। এমনকি মস্তিষ্কের বার্ধক্যজনিত সমস্যাগুলোও দেরি করে দেখা দেয়।

বিজ্ঞানীরা এই সমীক্ষার জন্য ২২১৪ জন নানা বয়সের মানুষকে বেছে নিয়েছিলেন। তাদের মধ্যে ১৫৩৪ জনকে বলা হয় দুপুরে ইচ্ছামতো ঘুমাতে। আর বাকি ৬৮০ জনকে বলা হয় দুপুরে না ঘুমিয়ে এক টানা কাজ করে যেতে। দুই দলকেই রাতে সাড়ে ৬ ঘণ্টা করে ঘুমাতে দেয়া হয়। যাদের দুপুরে ঘুমাতে দেয়া হয়েছে, তাদের সময় বেঁধে দেয়া হয়নি। কেউ ঘুমিয়েছেন ৫ মিনিট, কেউ বা দেড় ঘণ্টা।

মাসখানেক পরে এই ২২১৪ জনের ‘মিনি মেন্টাল স্টেট এগজাম’ বা মানসিক অবস্থার পরীক্ষা নেয়া হয়। তাতে দেখা গিয়েছে, যারা দুপুরে ঘুমিয়েছেন- তাদের স্মৃতিশক্তি, সমস্যা সমাধান করার ক্ষমতা, সচেতনতা, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অন্যদের থেকে বেশি।

এমন গবেষণার ফলের উপর নির্ভর করে বিজ্ঞানীরা দাবি করছেন, নিজেকে সমৃদ্ধ করতে এবং কাজের ক্ষমতা বাড়াতে চাইলে দুপুরে ঘুমানো জরুরি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়