Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ৭ জুন ২০২১
আপডেট: ১৬:৫৫, ৭ জুন ২০২১

 বৃষ্টির দিনে চুলের যত্ন

দেশের প্রায় সকল অঞ্চলেই এখন বৃষ্টি হচ্ছে। আর এমন দিনে চুল নিয়ে ঝামেলার শেষ থাকে না। কেননা বৃষ্টিতে চুল ভিজে গেলে তা সহজে শুকাতে চায় না। এর ফলে চুলের নানা রকম সমস্যাও দেখা দেয়। সময়মতো চুল না শুকালে চুলে গন্ধ হয়, এমনকি রুক্ষতাও দেখা দেয়। এছাড়া চুল পড়ার সমস্যাও হয়।

এমন সমস্যার সমাধানে জেনে নিন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক মেকাপ আর্টিস্ট ফারনাজ আলমের কিছু টিপস। সেগুলো হলো-

১. চুলকে রক্ষা করার একটি উপায় হলো চুল পুরোপুরি ঢেকে ফেলা। সেটা হতে পারে কোনো হ্যাট বা স্কার্ফ দিয়ে। এতে করে চুল সূর্যের অতি বেগুনী রশ্মি থেকে রক্ষা পাবে। সঙ্গে চুলে ময়েশ্চার ধরে রাখতেও সহায়তা করবে। হ্যাট বা স্কার্ফ কিন্তু শুধু আপনার চুলকে রক্ষা করবে না বরং আপনাকে ফ্যাশনেবল দেখাতেও সাহায্য করবে।

২. মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ান। সেটা চুলের জন্য ভালো। ভেজা অবস্থায় মোটেও চুল আঁচড়াবেন না। তাহলে চুল আরও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুকানোর পর মোটা দাঁতের চিরুনি দিয়ে আস্তে আস্তে চুল আঁচড়ে নিন।

৩. নারকেল তেল, অলিভ অয়েল বা অ্যাভোকাডো তেল, এর সবগুলোই চুলের জন্য খুবই উপকারী। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে তেল লাগান। সাধারণভাবে চুল ধুয়ে ফেলুন। দেখবেন চুল অনেক নরম মনে হবে কিন্তু চিটচিটে দেখাবে না।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়