Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫,   কার্তিক ২১ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০, ১৮ জুন ২০২১
আপডেট: ১৯:০০, ১৮ জুন ২০২১

চুলের যত্নে আমলকির তেল, তৈরি করবেন যেভাবে

আমলকীর তেল

আমলকীর তেল

পুষ্টিকর একটি ফল আমলকী। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

এছাড়া চুল পড়া বন্ধে আমলকীর তেলের জুড়ি নেই। চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি চুল ঝলমলে করতেও অতুলনীয়।

আমলকির তেল আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারেন। ঘরে তৈরি এই তেল কাচের বয়ামে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন আমলকির তেল-

যা যা লাগবে

আমলকি ১৫টি, কারি পাতা সিকি কাপ, নারকেল তেল সিকি কাপ, নারকেল তেল বা তিলের তেল দুই বা তিন কাপ, ভিটামিন ই ক্যাপসুল পাঁচটি।  

যেভাবে তৈরি করবেন

আমলকি ধুয়ে শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। ছুরি দিয়ে শাঁস আলাদা করে কেটে ভেতরে থাকা বিচি ফেলে দিন। কারি পাতা ও সিকি কাপ নারকেল তেল দিয়ে মিহি করে ব্লেন্ড করে তৈরি করুন মিশ্রণ।

চুলায় মোটা তলযুক্ত প্যান বা কড়াই চাপিয়ে দিন। দুই থেকে তিন কাপ নারকেলের তেল বা তিলের তেল দিয়ে আমলকির মিশ্রণ দিয়ে দিন। কম আঁচে অনবরত নাড়তে থাকুন। ৪০ থেকে ৪৫ মিনিট পর রঙ বদলে গেলে নামিয়ে ঢেকে রাখুন ৮ ঘণ্টা। এরপর স্ট্রেইনারের উপর একটি পাতলা কাপড় বিছিয়ে ছেঁকে নিন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়