Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫,   কার্তিক ২১ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২১:০২, ১ জুলাই ২০২১
আপডেট: ২৩:৩৬, ১ জুলাই ২০২১

চালধোয়া পানিরও আছে নানা উপকারিতা

চালধোয়া পানি

চালধোয়া পানি

রান্নার আগে আমরা সবাই চাল ধুয়ে নিই। কিন্তু চালধোয়া পানি ফেলে দেই। আপনি কি জানেন এই চালধোয়া পানির আছে নানা উপকারিতা। তাই এবার থেকে আর এই পানি ফেলে না দিয়ে সংরক্ষণ করুন।

চালধোয়া পানি কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে রোজ তা ব্যবহার করতে পারবেন। চলুন এবার জেনে নেয়া যাক চালধোয়া পানি থেকে কী কী উপকার মিলবে-

১.  ত্বকে সংক্রমণ থাকলে দিনে অন্তত দুইবার ১৫ মিনিট করে এই পানিতে গোসল করুন।

২. ডায়রিয়ারও পথ্য চালধোয়া পানি। এক গ্লাস পনিতে সামান্য লবণ মিশিয়ে তা খেয়ে নিন।

৩.  বাইরে থেকে ফিরে ফ্রিজে রাখা ঠাণ্ডা চালধোয়া পনিতে মুখ ধুয়ে নিতে পারেন। তাতে ত্বক তরতাজা হবে।

৪.  এই পানিতে আট রকমের অ্যামিনো অ্যাসিড রয়েছে। যা মানুষের স্বাস্থ্য ভালো রাখে। তাই চালধোয়া পানি খেতেও পারেন।

৫. ব্রণের সমস্যায় চালধোয়া পানি খুবই উপকারী। তুলোয় করে এই পানি দিয়ে ব্রণের ওপরে লাগিয়ে রাখুন। এর ফলে ব্রণ তাড়াতাড়ি সেরে যাবে।

৬. চুল ভালো করে শ্যাম্পু করুন। এরপর কন্ডিশনারের মতো চুলে চালধোয়া পানি লাগান। কয়েক মিনিট তা রেখে ধুয়ে ফেলুন। চালের প্রোটিন চুলের জন্য খুব উপকারী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়