Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ৭ জুলাই ২০২১
আপডেট: ২২:২৮, ৭ জুলাই ২০২১

কাঁঠালের বিচির মজাদার হালুয়া

জাতীয় ফল কাঁঠালের  চমৎকার স্বাদ ও সুগন্ধের পাশাপাশি রয়েছে মানব শরীরের জন্য প্রয়োজনীয় নানাবিধ পুষ্টিগুণ। তবে শুধু কাঁঠাল নয়, এর বিচিতেও রয়েছে স্বাস্থ্যের জন্য উপকারী একগাদা উপকরণ।

কাঁঠালের বিচি বিভিন্ন উপায়ে রান্না করে খাওয়া হয়। এটি দিয়ে তৈরি করা যায় মজাদার হালুয়াও। চলুন জেনে নেয়া যাক সহজ রেসিপি- 

উপকরণ

কাঁঠালের বিচি ৫০০ গ্রাম

কনডেন্সড মিল্ক আধা কৌটা

চিনি আধা কাপ

গুঁড়া দুধ আধা কাপ

কিচমিচ ২ টেবিল চামচ

পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ

এলাচ-দারুচিনি ৩/৪টি

ঘি আধা কাপ

জাফরান ভেজানো গোলাপজল পরিমাণ মতো

প্রণালি :

কাঁঠালের বিচি সিদ্ধ করে বেটে নিন। প্যানে ঘি দিয়ে এলাচ, দারুচিনি ও কিশমিশ দিয়ে বাটা কাঁঠালের বিচি দিন। এবার এতে চিনি ও কনডেন্সড মিল্ক দিয়ে নাড়তে থাকুন।

গুঁড়া দুধ ও বাদাম কুচি দিয়ে আবারও নাড়তে থাকুন, যাতে না লেগে যায়। সবশেষে জাফরান ভেজানো গোলাপজল দিয়ে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়