Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫,   কার্তিক ২১ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৭, ১৩ জুলাই ২০২১
আপডেট: ০০:১২, ১৪ জুলাই ২০২১

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে জবা ফুলের চা

জবা ফুলের চা

জবা ফুলের চা

মানুষ পানির পর সবচেয়ে বেশি পান করে যে পানীয়, তা হলো চা। চা পান না করা পর্যন্ত যেন শরীর ও মন দুটোরই তৃষ্ণা মেটে না অনেকেরই। তবে অনেকেই হয়তো জানেন না যে, ভেষজ চা পানের রয়েছে অনেক উপকারিতা। এর মধ্যে জবা ফুলের চা অন্যতম। 

বহুকাল আগ থেকেই আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা জবা ফুলের স্বাস্থ্য উপকারের কথা বলে আসছেন। আধুনিক গবেষণাতেও দেখা গেছে রক্তজবার এক্সট্রাক্ট নিয়মিত পান করলে কমবে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারিড। রক্তচাপ কমাতেও এটি কার্যকর।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর জবা ফুলের চা খেলে বাড়বে ত্বকের উজ্জ্বলতা। কারণ এতে আছে ওমেগা-৩ ও আলফা হাইড্রোক্সি অ্যাসিড। কিন্তু কীভাবে বানাবেন জবার চা? চলুন তবে জেনে নেয়া যাক পদ্ধতিটি-

যা যা লাগবে

৩-৪টি লাল বা গোলাপি রঙের জবা ফুল, একটি ছোট আকারের লেবু, ১ টেবিল চামচ মধু, ২ কাপ পানি।

যেভাবে বানাবেন

জবা ফুল পরিষ্কার করে পানিতে সিদ্ধ করুন। পানি অর্ধেক না হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন। এরপর পানিতে মধু ও লেবুর রস যোগ করলেই তৈরি হয়ে যাবে জবা ফুলের চা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়