লাইফস্টাইল ডেস্ক
আপডেট: ১৮:২৩, ৭ আগস্ট ২০২১
চায়ের আড্ডা জমে উঠুক সাবুদানার পাকোড়াতে
সাবুদানার পাকোড়া
বিকেলে চায়ের সঙ্গে কিছু একটা না হলে চলেই না। আর সেটা হোক মিষ্টি জাতীয় খাবার কিংবা ঝাল। তাই বাড়িতেই তৈরি করুন স্বাস্থ্যগুণ সম্পন্ন সাবুদানার পাকোড়া। খেতেও খুব সুস্বাদু। এই খাবারটি তৈরি করাও খুব সহজ। হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এটি।
উপকরণ
সাবুদানা এক কাপ, কাঁচা মরিচ কুচি এক চামচ, ধনিয়া পাতা কুচি দুই চামচ, মাঝারি সাইজের সিদ্ধ আলু তিনটি, লবণ স্বাদ মতো, ভাজা জিরা গুঁড়া এক চা চামচ, গরম মশলা গুঁড়া এক চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া আধা চামচ, লেবুর রস এক চা চামচ, তেল পরিমাণ মতো।
প্রণালী
প্রথমে সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে নিন। এবার এক কাপ পানিতে সাবুদানাগুলো সারা রাত ভিজিয়ে রাখুন। এবার একটি বাটিতে একে একে সব উপকরণগুলো নিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ভালোভাবে মাখানো হয়ে গেলে গোল গোল করে পাকোড়ার মতো বানিয়ে নিন। সবগুলো বানানো হয়ে গেলে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করুন গরম গরম সাবুদানার পাকোড়া।
আইনিউজ/এসডিপি
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?

























