Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

জাহাঙ্গীর জয়েস

প্রকাশিত: ১৩:৪০, ২৩ নভেম্বর ২০২৩
আপডেট: ১৪:৫২, ২৩ নভেম্বর ২০২৩

জাহাঙ্গীর জয়েসের ৪টি কবিতা

অনুক্ত

আমরা তো সেই সব শিশুর কথা বলি না

যে ভাগাড়ে ভাগাড়ে ঘুরে,

যে ফুল বিক্রি করে,

যে স্কুলে যেতে পারে না,

যে কারো বাড়িতে কাজ করে, ইট ভাঙে, লগি মারে,

যে বন্দী থাকে জিঞ্জিরে, যে ফ্লাইওভারের নিচে শুয়ে থাকে,

যাকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে—

যেভাবে রাজকুমারীর অনাগত শিশুর জন্যে উচ্ছ্বাসে ভেসে যাই। 

অনূভুতি 

সোনার ফসল ভেসে গেলেও আরেকজনের

আনন্দ আমি যেখানে আহত হই।

আমি যেখানে গরীব শিশুর মতো আপ্লুত হই;

সেখানে তাদের বড় আহতবোধ। 

তর্জমা 

মেঘ উড়ে যাচ্ছে

তার ভেতর ঝাপসা চাঁদ

ওরা প্রাণপণ বৈঠা মারছে

জলে ছায়া ভেঙ্গে ভেঙ্গে পড়ছে

পাহাড় থেকে পাথরের মতো প্রবল বেগে নেমে আসছে বুনো বৃষ্টি! 

রোদ 

গাছের পায়ে পায়ে রোদ এসে

ঘুমিয়ে পড়ে সাদা বিড়ালের মতো

নরম, নিঃশব্দ।


  • কবি- জাহাঙ্গীর জয়েস 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়