Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ২৩ নভেম্বর ২০২০

ফাহিম ফয়সালের কণ্ঠে বঙ্গবন্ধুর গান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ফাহিম ফয়সাল। আবুবকর শিকদারের লেখা 'কে বলে বঙ্গবন্ধু নেই' এ গানটিতে সুর করেছেন জিয়া খান।

জানা গেছে, গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য সম্প্রতি শুটিং সম্পন্ন করা হয়। গানের কথাগুলো হচ্ছে- '৫২ থেকে ৭১, কালরাত্রী থেকে স্বাধীন সূর্যোদয়ে, চির ভাস্বর মৃত্যুঞ্জয়ী, বাংলার ইতিহাসে, কে বলে বঙ্গবন্ধু নেই।'

গানটি নিয়ে ফাহিম ফয়সাল বলেন, 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চমৎকার বাণী ও সুরের এই গানটিতে কণ্ঠ দিয়ে বেশ ভালো লাগছে। গানটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে, এই গানে বঙ্গবন্ধুর জীবনী ফুটে উঠেছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, কালরাত্রী, স্বাধীন বাংলার জন্য রাজপথে বঙ্গবন্ধুর সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বঙ্গবন্ধুর হত্যার বিষয়গুলো গানে উঠে এসেছে। আমার বিশ্বাস, গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।'

'কে বলে বঙ্গবন্ধু নেই' শিরোনামের গানটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে রাত আটটার বাংলা সংবাদের পর।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়