Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, আই নিউজ

প্রকাশিত: ১২:৩৪, ১৩ জুন ২০২৩

মমতা ব্যানার্জিকে আম উপহার পাঠালেন শেখ হাসিনা 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ২৪০তী কার্টনে করে পাঠানো ১২০০ কেজি আম ভারতে নিযুক্ত কলকাতায় বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্ট) কাউসার সারোয়ার  বন্দরে  গ্রহণ করেন। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করেন তিনি।

সোমবার (১১ জুন) ঢাকা থেকে যশোরের বেনাপোল বন্দর-হরিদাসপুরে হয়ে উপহারের আম পৌঁছে যায় মমতার কালীঘাটের বাড়িতে।

প্রতি বছর আমের মৌসুমে মমতা ব্যানার্জিকে বাংলাদেশের আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২২ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম পাঠিয়েছেন মমতাও।

শুধু আম নয় ইলিশের মৌসুমে বাংলাদেশ থেকে মমতার জন্য ইলিশও উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কখনো আবার পূজার সময় শেখ হাসিনার উদ্দেশে আসে মমতার উপহারের শাড়ি। বর্ষার মৌসুমে পদ্মার ইলিশও যায় ভারতে।

রাজশাহীর কানসার্টের আম বাজার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাজার। সেখান থেকে শুধু বাংলাদেশের নানা প্রান্তে আম যায় তাই নয়, ভারত, নেপাল, মিয়ানমার, ভুটান, থাইল্যান্ডসহ পৃথিবীর নানা প্রান্তে আম রপ্তানি করা হয়। এমনকি ইউরোপ, আমেরিকাতেও যায় বিভিন্ন প্রজাতির আম।

রাজশাহীতে এখনো প্রায় ৩০০ প্রজাতির আম উত্‍পাদন হয়। যদিও সবগুলো সমান পরিমাণে হয় না। বহুল উত্‍পাদিত আম হলো ল্যাংড়া ও হিমসাগর। তবে এই দুটি আমেরও অনেক রকম বা ভ্যারাইটি আছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখ হাসিনা কোন প্রজাতির আম পাঠিয়েছেন তা জানা যায়নি। তবে প্রতি বছরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নানা প্রজাতির সুমিষ্ট আম পাঠিয়ে থাকেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ