Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

প্রকাশিত: ১২:৩৪, ২৮ জুন ২০১৯
আপডেট: ১২:৫৫, ২৮ জুন ২০১৯

লাকি জার্সিতেই হোঁচট খেলো লঙ্কানরা!

স্পোর্টস ডেস্কচেস্টার-লি-স্ট্রিটে দক্ষিন আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচে লঙ্কানরা পড়েছেন তাঁদের লাকি অ্যাওয়ে জার্সি। তাঁদের ধারনা এই জার্সি পড়লে ভালো ফল আসবে। কিন্তু লাকি জার্সি থাকা স্বত্বেও প্রথম বল থেকেই লঙ্কানদের দুরবস্থায় পরতে হয়েছে দক্ষিন আফ্রিকার বিপক্ষে।

জার্সি কি ম্যাচের ফল পাল্টে দিতে পারে? আর কেউ না মানলেও লঙ্কানরা মনে করছে অ্যাওয়ে জার্সিটাই এবার তাদের সৌভাগ্যের প্রতীক। এটি পরে ইংল্যান্ডকে হারানোর পর বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতেও তারা অ্যাওয়ে জার্সিই ব্যবহার করবে। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জার্সি তাদের জন্য শুভ কিছু বয়ে আনতে পারে কিনা, দেখার বিষয় সেটিই।

জয়ের জন্য মানুষ কত কিছুই না করে। লঙ্কানরা না হয় পছন্দের জার্সিটাই পরতে চেয়েছে। এতে আর এমন কী যাবে আসবে! গাঢ় নীলের সঙ্গে হলুদ রং মেশানোজার্সিটাই নাকি এবার শ্রীলঙ্কার জন্য সৌভাগ্যের প্রতীক! এটি পরেই যে তারাইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে। আইসিসিও মানা করে নি। বাকিম্যাচগুলো তাই শ্রীলঙ্কার অ্যাওয়ে জার্সিতেই খেলার অনুমতি দিয়েছে তারা। আজদক্ষিণ আফ্রিকার বিপক্ষে হলুদের প্রাধান্য থাকা জার্সিটি পরেই মাঠে নেমেছেলঙ্কানরা।

জার্সি তো জার্সিই। এ নিয়ে এত ভাবার কী আছে? শ্রীলঙ্কার অনুরোধের পরআইসিসিও তাই দ্বিমত করে নি, অনুমতি দিয়ে দিয়েছে সেটি ব্যবহারে। এ প্রসঙ্গেআইসিসির মুখপাত্র জানান, ‘টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রতিটি দলই একটিবিকল্প রং বেছে নিয়েছে। তাই আমরা শ্রীলঙ্কার হলুদ জার্সি পরার অনুরোধটামেনে নিয়েছি।

শ্রীলঙ্কার সামনে এখনো তিনটি ম্যাচ বাকি। আজ (২৮ জুন) দক্ষিণ আফ্রিকার পর ওয়েস্টইন্ডিজ আর ভারত। সেমিফাইনালে যেতে হলে অন্তত দুটো ম্যাচ জিততেই হবে। দেখাযাক, একটা হলদে-নীল জার্সি কত দূর নিয়ে যেতে পারে করুণারত্নেদের!

সর্বশেষ তথ্য অনুযায়ী ম্যাচ আপডেট – শ্রীলঙ্কা ৪০ ওভার ১৬৩ রান ,উইকেট ৭টি। রান রেট ৪.০৯। ব্যাটিং এ আছেন থিসারা পেরেরাইসুরু উদানা

দক্ষিণ আফ্রিকা একাদশ- কুইন্টন ডি কক (উকি), হাশিম আমলা, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি (অ), রাসি ফন ডের ডুসেন, জেপি ডুমিনি, অ্যান্ডাইল ফেহলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির শ্রীলঙ্কা একাদশ- দিমুথ করুনারত্নে (অ), কুসাল পেরেরা (উকি), আভিশকা ফার্নান্ডো, কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, জিভান মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল

এসটি/ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়