Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

প্রকাশিত: ০৬:২৫, ২৯ জুলাই ২০১৯
আপডেট: ০৭:৩৮, ২৯ জুলাই ২০১৯

ডেঙ্গুতে আক্রান্ত একই হাসপাতালের ৩০ ডাক্তার ও নার্স

গত এক মাসে হাসপাতালের ১০ জন ডাক্তার ও ২০ জন নার্স চিকিৎসা নিয়েছেন। গুরুতর অবস্থার কারণে দুই চিকিৎসক এবং দুই নার্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

আইনিউজ ডেস্ক : গত এক মাসে  ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ১০ জন চিকিৎসক ও ২০ জন নার্স ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালটির পরিচালক ডা. আমিন আহমেদ খান এই তথ্য জানান।

ডা. আমিন আহমেদ খান বলেন, ‘গত এক মাসে হাসপাতালের ১০ জন ডাক্তার ও ২০ জন নার্স চিকিৎসা নিয়েছেন। গুরুতর অবস্থার কারণে দুই চিকিৎসক এবং দুই নার্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।’

তিনি আরও বলেন, ৩০ জনের মধ্যে দুইজন নার্স এখনও হাসপাতালে চিকিৎসাধীন। বাকি যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তারা অধিকাংশ ছুটিতে আছেন।

ডা. আমিন জানান, গত এক মাসে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়াও জুন মাসে ৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এসডি/ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়