Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

প্রকাশিত: ১৪:১৯, ৪ জুলাই ২০১৯
আপডেট: ১৪:৩৭, ৬ জুলাই ২০১৯

কামালপুরে নির্মাণ হচ্ছে মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতিস্তম্ভ

মৌলভীবাজার: মৌলভীবাজারের সদর উপজেলার কামালপুরে মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতিস্তম্ভ নির্মান, সংস্কার এবং নতুন করে বাঁধাই করা হবে। বৃহস্পতিবার (৪ জুলাই)  দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ৩নং কামালপুর ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করে এর অগ্রগতি সম্পর্কে ৩নং কামালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আলোচনা সভা করেন । জেলা পরিষদ চেয়ারম্যান ১৯৭১ সালের ২৯ এপ্রিল মাসে কামালপুর সমর সম্মুখ যুদ্ধের স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ স্থান পরিদর্শন করেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে শহীদ তিন বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে নতুন করে সমাধি সংস্কার এবং বাঁধাই করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে তিনি সদর উপজেলায় মুক্তিযুধের প্রথম প্রতিরোধ সংগ্রামে শাহাদাত বরনকারী শহীদ জমির সড়কে স্মৃতি স্তম্ভ নির্মানের স্থান নির্ধারণ করেন এবং এসকল কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জনাব জামাল আহমদ, জেলা জাসদের সভাপতি জনাব আব্দুল হক, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আপ্পান আলী, জেলা আওয়ামীলীগের সদস্য জনাব আকবর আলী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আনসার আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মকবুল আহমদ, কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, জেলা জাসদ নেতা তোফায়েল আহমেদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল আহমদ প্রমুখ।   এসটি/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়