Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

প্রকাশিত: ১৬:২১, ৮ জুলাই ২০১৯
আপডেট: ১৬:২১, ৮ জুলাই ২০১৯

নোয়াখালীতে নিজের রুমে ডেকে শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

আইনিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় এক শিশু শিক্ষার্থীকে (১১) ধর্ষণের অভিযোগে পুলিশ মুনির উদ্দিন (২৫) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে। সোমবার (৮ জুলাই) বিকেলে পৌরসভার রামদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক মুনির উদ্দিন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শালদাহ গ্রামের (২নং ওয়ার্ড) আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার রামদী এলাকার ওই শিশুটিকে স্থানীয় মেমোরিয়াল নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এক বছর আগে ভর্তি করা হয়। মাদরাসার হোস্টেলে ওই শিক্ষার্থী নিয়মিত থেকে লেখাপড়া করতো। রোববার(৭ জুলাই) রাতে অভিযুক্ত শিক্ষক মুনির উদ্দিন ওই শিক্ষার্থীকে ঘুম থেকে জাগিয়ে নিজের রুমে নিয়ে ধর্ষণ করেন। এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটেছে। এসব ঘটনা কাউকে জানালে ওই শিক্ষক তাকে মাদরাসা থেকে বের করে দেয়ার ভয় দেখান। ওই শিক্ষার্থী রোববার রাতের ঘটনায় অসুস্থ হয়ে সোমবার সকালে বাড়িতে গিয়ে তার মা-বাবাকে এসব ঘটনা জানায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত মাদরাসা শিক্ষক মুনির উদ্দিনকে সোমবার দুপুরে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত শিক্ষক মুনির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার(৯ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হবে।   এসটি/ইএন  
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়