Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

প্রকাশিত: ১৮:৪১, ১৫ জুলাই ২০১৯
আপডেট: ০৯:৫৫, ১৬ জুলাই ২০১৯

আইসিসির সেরা একাদশে সাকিব, নেই কোহলি

স্পোর্টস প্রতিবেদক: আইসিসির সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপ শেষ হতেই ২০১৯ বিশ্বকাপের সেরা একাদশ তাদের ওয়েব সাইটে দিয়েছে আইসিসি।

এতে নাম নেই ভারত অধিনায়ক বিরাট কোহলির। তবে আইসিসি ঘোষিত সে সেরা একাদশে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেমিফাইনালে জায়গা পায়নি এমন দলগুলোর মধ্যে একমাত্র সাকিবই  মর্যাদাপূর্ণ একাদশে জায়গা করে নিয়েছেন।

আইসিসি ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশে প্রত্যাশিতভাবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি।

বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার সাকিব আল হাসানের হাতে না ওঠায় কিছুটা আলোচনা হয়েছে কাল। চূড়ান্ত বিজয়ী কেন উইলিয়ামসনের সঙ্গে সাকিবের নামটাও যে বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছিল। আর যে খেলোয়াড় বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার বিবেচ্য ছিলেন, তিনি তো সেরা একাদশে থাকবেনই।

এদিকে কোহলিকে নিয়ে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভি লিখেছে- ‘তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিল এ বার গোটা দেশ। কিন্তু সেমিফাইনাল থেকেই ছিটকে যেতে হয়েছে ভারতকে। সব মত, বিশেষজ্ঞদের মতামতকে ভুল প্রমান করে ভারত বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। আর পুরো বিশ্বকাপে ব্যাট হাতে অসাধারণ কিছু করতে পারেননি বিরাট কোহলিও।’

টুর্নামেন্টের সেরা প্লেয়ার হওয়া নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকেই বেছে নেওয়া হয়েছে এই দলের অধিনায়ক। রোহিত শর্মা ও জেসন রয়কে এই দলের ওপেনার হিসেবে নেওয়া হয়েছে। এই ইভেন্টে দারুণ পারফর্ম করেছেন দু'জনেই।  উইলিয়ামসন তিন নম্বরে রয়েছেন। চারে জো রুট। পাঁচে আছে বাংলাদেশের সাকিব আল হাসান । ছয়ে বেন স্টোকস। অস্ট্রেলিয়া অ্যালেক্স ক্যারি এই দলে রয়েছেন উইকেট কিপার হিসেবে।

বোলিংয়ে রয়েছেন মিচেল স্টার্ক, জোফরা আর্চার, লকি ফার্গুসন ও যশপ্রীত বুমরা। বিশ্বকাপে ২৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট রয়েছে স্টার্কেরই দখলে। ইংল্যান্ডের হয়ে সুপার ওভারে বল করা জোফরা আর্চার ২০টি উইকেট নিয়েছেন। বুমরার দখলে রয়েছে ১৮টি উইকেট।

এই একাদশে প্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের জয়জয়কার। প্রথমবারের মতো বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের সর্বোচ্চ চার ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরাদের দলে। দ্বিতীয় সর্বোচ্চ দুজন রানার্সআপ নিউজিল্যান্ডের এবং বাকিরা দুই সেমিফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়ার। ভারত থেকে জায়গা করে নেওয়া দুজনের কেউ অধিনায়ক বিরাট কোহলি নন। একাদশে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, সাউথ আফ্রিকা বা আফগানিস্তানের কোনো ক্রিকেটার নেই।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির মনোনীত পাঁচ সদস্যের কমিটি নির্বাচিত করে থাকে বিশ্বকাপের সেরা দল। সেখানে সদস্য হিসেবে ছিলেন ইয়ান বিশপ, ইয়ান স্মিথ ও ঈশা গুহ ও লরেন্স বুথ। পঞ্চম সদস্য ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আইসিসির ক্রিকেট বিষয়ক মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস।

      দেখুন আইসিসি ঘোষিত সেরা একাদশ:
  1. জেসন রয় (ইংল্যান্ড) - ৪৪৩ রান, গড় ৬৩.২৮
  2. রোহিত শর্মা (ভারত) - ৬৪৮ রান, গড় ৮১.০০
  3. কেন উইলিয়ামসন (অধিনায়ক) (নিউজিল্যান্ড) - ৫৭৮ রান, গড় ৮২.৫৭
  4. জো রুট (ইংল্যান্ড) - ৫৫৬ রান, গড় ৬১.৭৭
  5. সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৬০৬ রান, গড় ৮৬.৫৭/১১ উইকেট, গড় ৩৬.২৭
  6. বেন স্টোকস (ইংল্যান্ড) - ৪৬৫ রান, গড় ৬৬.৪২/৭ উইকেট, গড় ৩৫.১৪
  7. অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া) - ৩৭৫ রান, গড় ৬২.৫০/ ২০টি আউট
  8. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) - ২৭ উইকেট, গড় ১৮.৫৯
  9. জোফরা আর্চার (ইংল্যান্ড) - ২০ উইকেট, গড় ২৩.০৫
  10. লকি ফার্গুসন (নিউজিল্যান্ড) - ২১ উইকেট, গড় ১৯.৪৭
  11. যশপ্রীত বুমরা (ভারত) - ১৮ উইকেট, গড় ২০.৬১
 

এইচকে/ ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়