Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

প্রকাশিত: ১৬:৪৯, ৩ মার্চ ২০২০
আপডেট: ১৬:৪৯, ৩ মার্চ ২০২০

এডুমিগের কানাডা অ্যাপ্লিকেশন ও এসেসমেন্ট ডে-২০২০ বুধবার

নিজস্ব প্রতিবেদক: উচ্চশিক্ষায় পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুমিগ কন্সাল্টেন্সি কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজন করতে যাচ্ছে ‘কানাডা অ্যাপ্লিকেশন ও এসেসমেন্ট ডে-২০২০’।

রাজধানীর বনানীর গোল্ডেন টিউলুপ দ্যা গ্র্যান্ড মার্ক-এ আগামীকাল বুধবার শুরু হতে যাচ্ছে এ মেলা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এটি।

মেলায় ইউনিভার্সিটি অব ওয়াটারলু, ইউনিভার্সিটি অব ম্যানিটবা, ওয়িলফ্রিড লাউরিয়ার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নিউ ব্রঞ্চ উইক, কলম্বিয়া কলেজ, নর্থ আইল্যান্ড কলেজ, আকাডিয়া ইউনিভার্সিটি, ম্যাকইউন ইউনিভার্সিটিসহ কানাডার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

মেলায় স্টুডেন্ট ব্যাংকিং এর যাবতীয় তথ্য প্রদান করবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে কালান্তর মাল্টিমিডিয়া লিমিটেড ও কো-স্পন্সর করেছে ব্রিটিশ কাউন্সিল। মেলায় আইএলটিএস রেজিস্ট্রেশনে ৩৫০ টাকা ক্যাশব্যাক অফার দেয়া হয়েছে।

মেলায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে পারেন এডূমিগের ফেইসবুক পেইজ www.facebook.com/edumigbd -এ অথবা যোগাযোগ করুন ০১৩০৯-০০১৩৩১ নাম্বারে। আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়