Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৬, ২ জুন ২০২৩

মে মাসে রেমিট্যান্স কমেছে ১০.২৭%

এ বছরের মে মাসে দেশে ১.৬৯ বিলিয়ন রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় ১০.২৭% কম। বৃহস্পতিবার (১ জুন) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।

রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার এমন ধারা দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতা আরও গভীর করতে পারে। ব্যাংকাররা রেমিট্যান্স কমার কারণ হিসেবে হুন্ডিকে দায়ী করেছেন।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “হুন্ডি, অবৈধ লেনদেন রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার জন্য দায়ী।” রেমিট্যান্স কমে যাওয়ায় ইতোমধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বিরূপ প্রভাব পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯.৯১ বিলিয়ন ডলার। যা ২০২২ সালের একই সময়ে ৪২.২০ বিলিয়ন ডলার ছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ১.১৩% বেড়ে ১৯.১৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়