Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২৩

জনগণকে নিয়ে রাজপথে ফয়সালা করবে বিএনপি

পুরান ঢাকার সমাবেশে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

পুরান ঢাকার সমাবেশে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন আমাদের সামনে একটাই লক্ষ্য। সোজা কথা যদি না শোনে, তাহলে ফয়সালা হবে রাজপথে। আসুন সে লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই।’

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরান ঢাকার ধোলাইখানে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

সমাবেশে এক আমেরিকার ভিসা নীতিতে সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেছেন,  ‘এক আমেরিকার ভিসা নীতিতে তাদের (সরকার) মাথা খারাপ হয়ে গেছে। তারা এত চুরি করেছে, এত লুটপাট করেছে যে শুধু আওয়ামী লীগের লোকেরাই নয়; প্রশাসনের কিছু কিছু লোক এই সরকারকে সহায়তা দিতে গিয়ে সব খেতে খেতে এখন বালু খাওয়া শুরু করেছে। চাঁদপুরে ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে। এটা আমার কথা নয়, নদী কমিশনের চেয়ারম্যানের কথা।’

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশে বলছে, বাইরে বলছে, জাতিসংঘে বলছে যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। এ কথা কি কেউ বিশ্বাস করে? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে—এ কথা কেউ বিশ্বাস করে না। কারণ, আমরা অতীতে দেখেছি।’ তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘অবিলম্বে পদত্যাগ করুন। কোনো টালবাহানা করবেন না। এই দেশের মানুষ এখন আর আপনাকে ক্ষমতায় দেখতে চায় না।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ৭৫ এর মতো আবারো একদলীয় শাসনের দিকে যাচ্ছে- এমন অভিযোগ করেন মির্জা ফখরুল। গত এক বছরে বিএনপির ২২ নেতাকর্মীকে হ ত্যা, গত ১৫ বছরে ৭০০ জনকে গুম ও সারা দেশে ৪৫ লাখ বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের এবং নেতাদের দ্রুত সাজা দেয়ার অভিযোগও করেন বিএনপির এই শীর্ষ নেতা। 

খালেদা জিয়ার সুচিকিৎসা, তাঁর মুক্তিসহ এক দফা দাবিতে মহানগর দক্ষিণ বিএনপি ও সমাবেশ করে। সমাবেশে পুরান ঢাকার এ সমাবেশে রাজধানীর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতা-কর্মী অংশ নেন। সমাবেশ পরিচালনা করেন ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়