Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ২৫ অক্টোবর ২০২৩

পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পে চলছে পরীক্ষামূলক ট্রেন

পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক ট্রেন চলাচল করে পরীক্ষা করা হচ্ছে। আজ বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রথম ট্রেনটি মুন্সিগঞ্জের মাওয়া স্টেশন থেকে ঢাকার গেন্ডারিয়া স্টেশনের দিকে যাত্রা শুরু করে। এ সময় ট্রেনের গতিসীমা ছিলো ঘণ্টায় ৬০ কিলোমিটার। 

পরীক্ষামূলক ট্রেনটি গেন্ডারিয়া থেকে ৮০ কিলোমিটার গতিতে মাওয়া আসার কথা রয়েছে। বুধবার পরীক্ষামূলক এই ট্রেনটি ৬০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে ঢাকা-মাওয়া পথে চারদফা চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম জানান, মূলত বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের আগে আরেকদফা গতি পর্যবেক্ষণের জন্য পরীক্ষমূলক ট্রেন চলাচল করছে। আগামী ১ নভেম্বর থেকে এই পথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের কথা রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়