Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

প্রকাশিত: ০৫:১৪, ২ মে ২০১৯
আপডেট: ০৫:১৪, ২ মে ২০১৯

আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পিকুল বিশ্বাসকে (৪৮) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১মধ্যরাতে সরিষা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পিকুল বিশ্বাস সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার ভাই সরিষা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, রাত ১২টার দিকে মোটরসাইকেলে করে তিনি স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার সময় তার উপর অতর্কিত হামলা চালায় দুর্বিত্তরা। তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, কে বা করা পিকুল বিশ্বাসকে হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়