Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২

রিপন দে

প্রকাশিত: ১৭:০২, ১০ ফেব্রুয়ারি ২০২২

বৈদ্যুতিক তারে জড়িয়ে চশমাপরা হনুমানের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা বনের পাশের রাস্তায় বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি চশমাপরা হনুমান মারা গেছে। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এই খবর বনবিভাগ জানতে পেরেছেন। বুধবার রাতে কোনো এক সময় প্রাণীটি মারা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এই তারে জড়িয়ে এর আগেও একটি চশমাপরা হনুমান ও একটি লজ্জাবতী বানর মারা গেছে বলে জানিয়েছেন বানর গবেষক তানভীর আহমদ সৈকত। তিনি বলেন, এখানে বৈদ্যুতিক তারে প্রলেপ দেওয়া প্রয়োজন। না হলে পৃথিবীব্যাপী বিপন্ন ও দেশে মহাবিপন্ন এসব প্রাণীর অপমৃত্যু থামানো যাবে না।

আরও পড়ুন- জুড়ীতে সাফারি পার্কের জন্য কেনা হবে বাঘ-সিংহ-জেব্রা-জিরাফ  

তিনি আরো জানান, সিলেটের বিভিন্ন বনে সর্বশেষ জরিফে প্রায় ৪০০ টি চশমাপরা হনুমান আমরা পেয়েছিলাম। আমাদের অভজারবেশনেও ছিল বনের ভেতর দিয়ে যাওয়া তারের কারণে বানর মারা যাচ্ছে এবং বনের ভেতর দিয়ে যাওয়া সড়ক পথে। তবে ২০১৮-১৯ সালের সংক্ষিপ্ত জরিপে ৮ টি গ্রুপে প্রায় ৭০ টি চশমাপরা হনুমান পাওয়া গিয়েছিল এই লাঠিটিলা বনে। 

আরও পড়ুন- সুন্দরবনে বাঘ-মানুষের লড়াই

বিভাগীয় বনকর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, আমি একটু আগে জেনেছি। বিস্তারিত খবর নিচ্ছি। এইবনে আরও প্রানী আছে যারা তারের উপর দিয়ে চলাচল করে। আমরা বিদ্যুৎ বিভাগকে সব সময় বলি বনের ভেতরের লাইনে রাবারের কাভার দিতে। আজ লাঠিটিলা নিয়ে বিদ্যুৎ বিভাগকে লিখিত দেব।

আইনিউজ/রিপন দে/এসডিপি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়