আইনিউজ ডেস্ক
ওমানের প্রস্তাব ফিরিয়ে দিলো বাফুফে

ফাইল ছবি
বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে তিন ম্যাচ বাকি বাংলাদেশের। তিনটিই হোম ম্যাচ। তবে বাংলাদেশের হোম ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজনের ইচ্ছে প্রকাশ করেছে ওমান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
বাফুফের চাওয়া, ম্যাচগুলো যেন ঘরের মাঠেই হয়। ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগানোর সুযোগ কিছুতেই হাত ছাড়া করতে রাজি নয় তারা।
আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচ বাকি রয়েছে জামাল ভূঁইয়াদের। সূচি অনুযায়ী ২৫ মার্চ বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ৭ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ শেষ ম্যাচটি খেলবে ১৫ জুন, ওমানের বিপক্ষে। সব কটি ম্যাচই হবে সিলেট স্টেডিয়ামে।
কিন্তু ওমান প্রস্তাব দিয়েছে ২৪, ২৭ ও ৩০ মার্চ তিনটি ম্যাচ একই সঙ্গে যেন ওমানে গিয়ে খেলেন জামাল ভূঁইয়ারা।
মূলত করোনা পরিস্থিতির কারণেই ওমানসহ আরো কয়েকটি দেশের প্রস্তাব, বিভিন্ন দেশে গিয়ে দলগুলোর খেলার চেয়ে যেকোনো একটা দেশে খেললেই ফুটবলারদের জন্য ভালো হবে।
ওমান অবশ্য নিজেদের কথা ভেবেই এমন প্রস্তাব দিয়েছে। যে প্রস্তাবে সায় রয়েছে কাতারেরও। তাই ওমানের পাশাপাশি কাতার ফুটবল ফেডারেশনও একই রকম প্রস্তাবনার চিঠি বাফুফেতে পাঠিয়েছে।
বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা বুধবার বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ওমান, আফগানিস্তান ও ভারতের বিপক্ষে বাকি যে তিনটি ম্যাচ আছে, সেগুলো ওমানে গিয়ে খেলার একটা প্রস্তাব এসেছে।’
‘ওমান এই প্রস্তাব দিয়েছে। পাশাপাশি কাতারও দিয়েছে। আমরা তাদের প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আমরা আমাদের ম্যাচগুলো ফিফার সূচি অনুসারে বাংলাদেশে খেলতেই আগ্রহী।’
গত ডিসেম্বরে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচটি ৫-০ গোলে হেরেছিল জেমি ডের দল।
আইনিউজ/এসডিপি
- করোনা আক্রান্তের পর ফেসবুকে যা লিখলেন মাশরাফী
- মাশরাফীর ছোট ভাই মোরসালিনও করোনায় আক্রান্ত
- শুভ জন্মদিন ডিয়াগো ম্যারাডোনা
- সাকিব কন্যার ছবিতে বাজে মন্তব্য নিয়ে যা বললেন শিশির
- সাকিব দেশে ফিরছেন আজ রাতে!
- পদত্যাগ করলেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর
- তামিম-মুশফিকদের জন্য করোনা অ্যাপ
- ২০২২ বিশ্বকাপ: ২১ নভেম্বর শুরু, ফাইনাল ১৮ ডিসেম্বর
- বাবা-ছেলের বৃষ্টি-বিলাস
- করোনা আক্রান্ত হলেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল