Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৮, ১৮ মার্চ ২০২১

হবিগঞ্জে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

হবিগঞ্জের বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে একটি বাড়ি থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

 নিহতরা হলেন- পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দীপ দাশের স্ত্রী অঞ্জলী (৩৫) ও মেয়ে পূজা (৮)।

বাহুবল থানার এসআই আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কাঁচামাল ব্যবসায়ী সন্দীপ দাশ তার পরিবার নিয়ে বাজারের পাশে একটি বাড়ির তৃতীয় তলায় থাকেন। বুধবার সন্দীপ দাশ ব্যবসার কাজে সুনামগঞ্জ গিয়েছিলেন। 

বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের দরজা খোলা। স্ত্রী ও মেয়ের লাশ খাটের নিচে পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটো উদ্ধার করে।

এদিকে একই বাসার দ্বিতীয় তলার আমির আলী নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। বুধবার রাত তিনটায় সন্দীপ দাশকে মোবাইলে জানান, চোর তার (আমির আলীর) বাসা থেকে সেলাই মেশিন চুরি করে নিয়ে গেছে। তিনি আহত হওয়ার খবরও জানান তাকে।

সন্দীপ দাশের উদ্ধৃতি দিয়ে এসআই আলমগীর কবির জানান, বুধবার রাতে অঞ্জলীর তিন দফা মোবাইলে স্বামীর সঙ্গে কথা হয়েছে। সর্বশেষ ভোর ৪টায় তাদের কথা হয়। ধারণা করা হচ্ছে ভোর ৪টার পর যেকোনো সময় মা-মেয়ে খুন হন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর ধারণা, এই ঘটনার সঙ্গে আমির আলীর সম্পৃক্ততা থাকতে পারে। আহত আমির আলীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ