হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২১:৫৬, ৬ সেপ্টেম্বর ২০২১
হাওরে নববধূকে গণধর্ষণ: দুই আসামি রিমান্ডে

হবিগঞ্জের লাখাই উপজেলার টিক্কাপুর হাওরে নববধূকে গণধর্ষণের মামলায় গ্রেফতার দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে পাঠানো দুই আসামির নাম উপজেলার মুড়াকরি গ্রামের ইকবাল হোসেন ছোট্টু মিয়ার ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোলায়মান হোসেন রনি (২২), একই গ্রামের রুকু মিয়ার ছেলে শুভ মিয়া (১৯)।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসমা বেগম এ রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী মো. হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা মহিউদ্দিন আসামি রনি ও শুভর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। সোমবার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা বেগম শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: হাওরে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ
উল্লেখ্য, গত ২৫ আগস্ট উপজেলার মোড়াকরি গ্রামের এক যুবক তার নববধূকে নিয়ে টিক্কা হাওরে ঘুরতে যান। হাওরের মাঝে যাওয়া মাত্রই একই গ্রামের মুছা মিয়ার নেতৃত্বে আট যুবক তাদের নৌকায় উঠে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে নির্জন স্থানে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। বিষয়টি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। ঘটনার পর স্বামী-স্ত্রী ভয়ে বিষয়টি গোপন রাখেন। গত বুধবার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন স্বামী।
আরও পড়ুন: হাওরে নববধূকে গণধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি
ঘটনার পর সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে নববধূর স্বামীর কাছে ৯ লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। পরে নিরুপায় হয়ে বৃহস্পতিবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা করেন গৃহবধূর স্বামী। মামলার প্রেক্ষিতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত ২ সেপ্টেম্বর তিন আসামিকে গ্রেফতার করে।
পরে রোববার (৫ সেপ্টেম্বর) ভোরে লাখাই থানার একদল পুলিশ বান্দবানের নলিয়া এলাকায় দিনভর অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে।সোমবার সকালে তাদের লাখাই থানায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন: হাওরে নববধূকে গণধর্ষণ: আরও তিন আসামি গ্রেফতার
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মুড়াকরি গ্রামের ইকবাল হোসেন ছোট্টু মিয়ার ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোলায়মান হোসেন রনি (২২), একই গ্রামের রুকু মিয়ার ছেলে শুভ মিয়া (১৯) ও ইব্রাহীম মিয়ার ছেলে মিঠু মিয়া (২৩), উপজেলার মোড়াকরি গ্রামের পাতা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২), বকুল মিয়ার ছেলে সুজাত মিয়া (২৩) ও মিজান মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫)।
আইনিউজ/এসডিপি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার