Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

মো. ফাহাদ আহমদ

প্রকাশিত: ২২:০১, ১৭ ডিসেম্বর ২০২১

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত ‘নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব’ এর ৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভার মধ্যদিয়ে ঐ আহবায়ক কমিটি গঠন করা হয়। 

অনলাইন প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফাহাদ আহমদের সঞ্চালনায় ঐ ক্লাবের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। 

আরও পড়ুন- অগ্রহায়ণের ঘ্রাণ আসে সেদ্ধ ধানে

এতে ক্বারী মো. আব্দুল কাইয়ুমকে আহবায়ক ও মো. আব্দুর রহিমকে যুগ্ন আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বুলবুল আহমেদ, ফাহাদ আহমেদ, জসীম উদ্দীন, মিজান মোহাম্মদ, সেলিম উদ্দিন, সৈয়দ জুনাব আলী, এম এ তাহের।

এ কমিটির মাধ্যমে আগামী ১ সপ্তাহের মধ্যে সাধারণ সভার আহবান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। 

আরও পড়ুন- মৌলভীবাজারে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শপথ গ্রহণ

এসময় উপস্থিত ছিলেন- সংবাদকর্মী মো. আশরাফুল, মো. লিটন মিয়া, সৈয়দ জুনাব আলী, এম এ তাহের, আফজাল হোসাইন, মো. জুয়েল আহমদ, মো: মানজার শিকদার, শেখ জসিম উদ্দিন প্রমুখ। 

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর অনলাইন প্রেসক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যরা বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের পক্ষে মত পোষণ করেছেন বিগত কমিটির সদস্যবৃন্দ।

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ