Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ

প্রকাশিত: ১৯:০৬, ২২ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৯:০৭, ২২ ডিসেম্বর ২০২১

হবিগঞ্জে ১৩ আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আওয়ামী লীগের ১৩ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করতে যাচ্ছেন।

বুধবার (২২ ডিসেম্বর) তাদের সাময়িকভাবে বহিষ্কারের তথ্য জানিয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। 

বহিস্কৃতরা হলেন-

  • মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে ফারুক আহম্মদ পারুল,
  • বহরায় আরিফুর রহমান আরিফ ও মিজবাউল বার চৌধুরী লিপু,
  • আদাঐর ইউনিয়নে তাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব ও আশিকুর রহমান দুলাল,
  • জগদীশপুরে মাসুদ খাঁন, নাছির উদ্দিন খাঁন ও  আব্দুল জলিল মনু,
  • বুল্লা ইউনিয়নে মিজানুর রহমান মিজান বশির মিয়া ও শহীদ উদ্দিন আহম্মদ এবং
  • বাঘাসুরা ইউনিয়নে মিজবাহ উদ্দিন তালুকদার সোয়েব।

স্থায়ীভাবে বহিষ্কারের জন্য তাদের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে বলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বহিষ্কৃতরা আওয়ামী লীগ ও বিভিন্ন সংযোগী সংগঠনের নেতা। সাময়িক এই বহিষ্কারের পর তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগে নাম পাঠানো হয়েছে।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ