Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৮, ৪ জানুয়ারি ২০২২

শায়েস্তাগঞ্জে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র জমা

ষষ্ঠ ধাপে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সোমবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। একই ইউপিতে তার স্ত্রী আছমা আক্তার লাকীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান।

আরও পড়ুন- কুলাউড়ায় চিকিৎসকের ভুলে নবজাতকের মৃত্যুর অভিযোগ

তিনি জানান, স্বামী-স্ত্রী মনোনয়ন দাখিল করেছেন। আগামী ৬ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাচাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষ দিন ১৩ জানুয়ারি। স্বামী-স্ত্রী নির্বাচনে থাকবেন কি না তা দেখতে হলে প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

স্থানীয়রা জানিয়েছেন, বর্তমান চেয়ারম্যান বুলবুল খানের নামে একটি মামলা আছে। তার মনোনয়ন বাতিল হলে স্ত্রীকে দিয়ে নির্বাচন করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

আরও পড়ুন- একজনের দুই ধরণের রক্তের গ্রুপ!

শায়েস্তাগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বুলবুল খান জানান, প্রতিপক্ষরা আমার মনোনয়ন বাতিলের চেষ্টা করছে। তাই আমার স্ত্রীকে বিকল্প প্রার্থী হিসেবে তার মনোনয়ন জমা দিয়েছি। যাচাই-বাচাইয়ে আমার মনোয়নপত্র বৈধ হলে স্ত্রীর মনোয়নপত্র প্রত্যাহার করা হবে। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

শীতের সকালেও ভোট কেন্দ্রে দলে দলে ছুটেছেন নারী-পুরুষেরা

রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

নৌকার বিজয় দেখছেন মনসুরনগরের মিলন বখত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ