Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৩, ১৮ মার্চ ২০২৩

হবিগঞ্জ শহরে আবাসিক হোটেলের ম্যানেজার আটক

হবিগঞ্জ শহরে একটি আবাসিক হোটেল থেকে ফরিদা বেগম (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) রাতে শহরের সিনেমা হল রোডের রেজা হোটেল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

হোটেলের তথ্য অনুযায়ী নিহত ফরিদা বেগম জেলার বাহুবল উপজেলার আলাপুর গ্রামের বাসিন্দা ও হোটেলটির ম্যানেজার আব্দাল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, রাতে আব্দাল ওই নারীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সদর মডেল থানা পুলিশ সেখানে গিয়ে মরদহেটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে আব্দালকে আটক করে থানায় নেওয়া হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে থানায় নেওয়া হয়েছে। এ নিয়ে পুলিশের তদন্ত চলছে।

আরও পড়ুন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়