হবিগঞ্জ (চুনারুঘাট) প্রতিনিধি
হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সাইদুল হক সুমন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আলোচিত প্রার্থী ব্যারিস্টার সুমন। জানা গেছে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাইদুল হক সুমন (ব্যারিস্টার সুমন)। যদিও এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন হেভিওয়েট প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। ফলে, এ আসনে নির্বাচন জমে ওঠবে বলেই মনে করছেন নেটিজেনরা।
এর আগে হবিগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন। তবে, দল থেকে এই আসনে তাকে নির্বাচিত করা হয়নি। ফলে, এ আসনে স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সুমন।
সোমবার (২৭ নভেম্বর) সকালে গণমাধ্যমকে নিজেই এ খবর নিশ্চিত করেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। নির্বাচনী কাজ শুরু করে দিয়েছেন বলেও জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশব্যাপী আলোচিত এই নেতা। গতকাল গণভবন থেকে বেরিয়ে আসার পর সুমন জানিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে দলের আপত্তি না থাকায় আমি নির্বাচনে অংশ নেব।
অপরদিকে, নৌকা প্রতীক পাওয়া মাহবুব আলী পরপর দুইবার হবিগঞ্জ-৪ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট মাহবুব আলী হবিগঞ্জ-৪ আসন থেকে ৩ লাখ ৮ হাজার ৭২৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক খেলাফত মজলিশের প্রার্থী মহাসচিব আহমেদ আব্দুল কাদের ৪৬ হাজার ১৮৩ ভোট পান। এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মাহবুব আলী নৌকা প্রতীকে এক লাখ ২২ হাজার ৪৩৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তানভীর আহমেদ তালা প্রতীকে পান ১৪ হাজার ৭৬০ ভোট।
আসন্ন নির্বাচনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলীয় প্রার্থীর বাইরেও ডামি প্রার্থী রাখার নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। এক্ষেত্রে আমি দলীয় মনোনয়ন না পেলেও হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব। ব্যারিস্টার সুমনের এমন ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। অনেকেই ফেসবুকের ওই পোস্টে সুমনকে নির্বাচনে স্বাগত জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেন।
জাতীয় নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তফশিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে। যদিও হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন অনুসারীদের মধ্যে এরিমধ্যে আনন্দ বইতে শুরু করেছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার