Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ২৭ নভেম্বর ২০২৩

গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করবেন প্রধানমন্ত্রী 

গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে লড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি- সংগৃহীত

গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে লড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি- সংগৃহীত

গোপালগঞ্জ-৩ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্তাবাচনে অংশ নেবেন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
 
ওবায়দুল কাদের জানান, গোপালগঞ্জ-২ থেকে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ ফজলুল করিম সেলিম এবং গোপালগঞ্জ-১ থেকে  ফারুক খান।

এর আগে কয়েক দফায় দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থী ঠিক করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সভায় সভাপতিত্ব করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কেনেন ৩ হাজার ৩৬২ জন। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ৪ হাজার ২৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন

জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়