Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৫, ৬ জানুয়ারি ২০২৪

সহিংসতা এড়াতে হবিগঞ্জে সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল ৭ জানুয়ারি (রোববার)। এরিমধ্যে হবিগঞ্জের চুনারুঘাটে ভোটকেন্দ্রে আগুনের খবর পাওয়া গেছে। এসব অবস্থা বিবেচনায় রেখে হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ স্থান গুলো নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে। 

হবিগঞ্জে যেকোনো নির্বাচনী বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে। নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে নয়টি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ইলেক্ট্ররাল ইনকোয়ারী কমিটি কাজ করবে।

পাশাপাশি জেলা জুড়ে পর্যাপ্ত পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং আনসার সদস্য মোতায়েন থাকবে। এরইমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি দপ্তর নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করে নিজস্ব কর্মপরিকল্পনা তৈরি করেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী উপকরণ সামগ্রী উপজেলায় প্রেরণ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চারটি আসনে মোট ভোট কেন্দ্র ৬৩৫টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩৮৪টি, সাধারণ কেন্দ্র ২৫১টি, পুলিশ ১হাজার ৮৭৫জন, আনসার ৭ হাজার ৬২০জন, বিজিবি ১৭ প্লাটুন, র‍্যাবের টহল টিম ৮টি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৯জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯জন, ৪টি ইলেক্টোরাল ইনকোয়ারী কমিটিসহ সেনাবাহিনী মাঠ পর্যায়ে কাজ করবে।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়