Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৩, ১৫ জুলাই ২০২১
আপডেট: ১৬:৪৮, ১৫ জুলাই ২০২১

মৌলভীবাজার জেলায় একদিনে আরও ৯১ জন শনাক্ত

সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ৫ এপ্রিল। এরপর থেকে প্রতিদিনই নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস। জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ২ শতাংশ। গতকাল এই হার ৩০ দশমিক ৬ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে। ২৪ ঘণ্টায় ৮১ জন সুস্থ হলেও মৃত্যুবরণ করেননি কেউ।

নতুন শনাক্ত ৯১ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৩ জন, রাজনগরে ২১ জন, কমলগঞ্জে ৬ জন, বড়লেখায় ২৩ জন, কুলাউড়ায় ১০ জন, শ্রীমঙ্গলে ৯ জন, জুড়ীতে ১৯ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৯৪১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে সুস্থ হওয়া ৮১ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ১৩ জন, জুড়ীর ৩৪ জন, শ্রীমঙ্গলের ১৭ জন, কুলাউড়ায় ১৭ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৩ জনে। 

জেলায় এখন পর্যন্ত ৪২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২৩ জন রয়েছেন।

সারাদেশে বুধবারের (১৪ জুলাই) আপডেট অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৫২ জনে। একই সময়ে শনাক্ত করা হয়েছে ১২ হাজার ৩৮৩ জন করোনা রোগীকে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ