নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:১৯, ১৭ জুলাই ২০২১
মৌলভীবাজারে ৫০% এর বেশি সংক্রমণ, নতুন আক্রান্ত ৬০

সীমান্ত জেলা মৌলভীবাজারে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এবার জেলায় করোনা শনাক্তের হার ৫০ শতাংশের উপরে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৬০ জনের শরীরে। এছাড়া মৃত্যুবরণ করেছেন আরও দুইজন।
শনিবার (১৭ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ১১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ৪ শতাংশ। গতকাল এই হার ৪১ দশমিক ৪ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ অনেকটাই বেড়েছে। ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও দুইজন।
নতুন শনাক্ত ৬০ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২ জন, রাজনগরে ১৭ জন, কমলগঞ্জে ১২ জন, কুলাউড়ায় ২০ জন, শ্রীমঙ্গলে ৯ জন রয়েছেন। মৌলভীবাজার সদর উপজেলা, বড়লেখা ও জুড়ীতে নতুন আক্রান্তের সংখ্যা শুন্য। এ নিয়ে জেলায় ৪ হাজার ১১৪ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে সুস্থ হওয়া ১২ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ২ জন, শ্রীমঙ্গলের ১ জন, কমলগঞ্জে ৭ জন, রাজনগরে ১ জন, কুলাউড়ায় ১ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১১ জনে।
জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের এবং একজন কুলাউড়ার। এখন পর্যন্ত ৪৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২৪ জন রয়েছেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার