Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৬, ১৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:০৯, ১৬ সেপ্টেম্বর ২০২১

ওজনে কারচুপি, বড়লেখায় জ্বালানি তেলের ৫ দোকানসহ ৭ জনকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায়  ৫টি জ্বালানি তেলের দোকানসহ ৭ জনকে ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজন-পরিমাপে কারচুপি এবং স্বাস্থ্যবিধি না মানায় এই জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত  উপজেলার বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালিত হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। অভিযানে সহায়তা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) এর পরিদর্শক সুমন সাহা ও বড়লেখা থানার এসআই শহিদুল ইসলাম।

আদালত সূত্র জানিয়েছে, ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে উপজেলার কাঠালতলী বাজারে সোনার বাংলা ফিলিং স্টেশনকে ২ হাজার, মান্নান এন্ড ডটার্সকে ১ হাজার, রতুলী বাজারে ইসমাইল-জাওয়ার এন্ড সন্সকে ৩ হাজার, আজিমগঞ্জ বাজারে জুঁই পেট্রোলিয়ামকে ২০ হাজার, খলিল পেট্রোলিয়ামকে ৩০ হাজার, পরিমাপে কম দেওয়ায় এক পোল্ট্রি ব্যবসায়ীকে ৫০০ টাকা এবং স্বাস্থ্যবিধি না মানায় এক পথচারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ