Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৮, ১৪ নভেম্বর ২০২১
আপডেট: ১৮:২৩, ১৪ নভেম্বর ২০২১

কারাগারে দাখিল পরীক্ষা দিচ্ছেন মাদ্রাসা ছাত্র

মৌলভীবাজার জেলা কারাগার

মৌলভীবাজার জেলা কারাগার

রোববার (১৪ নভেম্বর) থেকে সারাদেশে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। সকল শিক্ষার্থী দেশের নির্দিষ্ট বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্র থেকে পরীক্ষা দিলেও মৌলভীবাজারে তিন শিক্ষার্থীর বেলায় তা ব্যতিক্রম, তাদের পরীক্ষা দিতে হচ্ছে কারাগারে বসে।   

মৌলভীবাজার জেলা কারাগার থেকে দাখিল পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী। এছাড়া আরও দুই শিক্ষার্থী কারাগার থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। 

মৌলভীবাজার জেলা কারাগার ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মৌলভীবাজার কারগার থেকে দাখিল পরীক্ষা দেন রাজনগর উপজেলার ইন্দেশ্বর কালাইরগুল হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী কামাল আহমদ। রোববার (১৪ নভেম্বর) প্রথমদিন পরীক্ষা ছিল কুরআন মজিদ ও তাজভিদ। পরীক্ষা চলে দেড়ঘন্টা। কামাল আহমদের বাড়ি রাজনগর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে। সে মারামারি মামলায় কারাগারে অন্তরীণ।

এদিকে কমলগঞ্জের আরও দুই শিক্ষার্থী মৌলভীবাজার কারাগার থেকে পরীক্ষা দিচ্ছে। তারা হলো- এলেক্স গমুজ ও ফজলে আলী। দুইজনই মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে। এদের মধ্যে এলেক্স গমুজ কমলগঞ্জের মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। আর ফজলে আলী কমলগঞ্জের এম.এ. ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে একটি হত্যা মামলার আসামি। সোমবার (১৫ নভেম্বর) পরীক্ষার প্রথমদিন মানবিক গ্রুপ থেকে তারা ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা’ বিষয়ে পরীক্ষা দেবে।

মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন আইনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেল সুপার আনোয়ার হোসেন বলেন, এই তিন শিক্ষার্থী কারাগারে আসার পর পরীক্ষা দেওয়ার জন্য আদালতে আবেদন করে। আদালতের নির্দেশনা পেয়ে আমরা পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি নিয়েছি। কারাগারে বসেও তারা যেন পড়াশুনা করতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করেছি। 

জেল সুপার আনোয়ার হোসেন জানান, বিধি অনুযায়ী তিন শিক্ষার্থীর পরীক্ষা চলাকালে কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরপাত্তা ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া নিরাপত্তায় পুলিশ সদস্যরাও ছিলেন।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান আইনিউজকে বলেন, আদালতের নির্দেশনায় বিধি অনুযায়ী কারান্তরীণ তিন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হচ্ছে। বিধি অনুযায়ী কারাগারের নিকটবর্তী কেন্দ্র তাদের পরীক্ষা নিচ্ছে। দাখিল পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করেছে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সিনিয়র টাইটেল মাদ্রাসা কেন্দ্র। আর দুই এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেবে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

উল্লেখ্য, এ বছর এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় বসেছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন। এছাড়া  বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।.....এসএসসি ও দাখিল পরীক্ষা

দেশের সাধারণ নয়টি বোর্ডের অধীনে ঢাকা বোর্ডে মোট ৪ লাখ ৭৬ হাজার ১০০ জন পরীক্ষার্থী রয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৭ হাজার ৫৬৮ জন, কুমিল্লা বোর্ডে ২ লাখ ২৪ হাজার ৮৭৪ জন, যশোরে ১ লাখ ৮১ হাজার ২৮১ জন, চট্টগ্রামে ১ লাখ ৬০ হাজার ৯২৫ জন, বরিশালে ১ লাখ ৪ হাজার ৯৯০ জন, সিলেটে ১ লাখ ২১ হাজার ১১১ জন, দিনাজপুরে ১ লাখ ৯৩ হাজার ৪৪৬ জন এবং ময়মনসিংহে ১ লাখ ৩০ হাজার ৭০২ জন পরীক্ষার্থী রয়েছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ