Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

এস আলম সুমন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৫, ২৮ নভেম্বর ২০২১

কুলাউড়ায় ভোট গ্রহণে ধীরগতি, নারী ভোটারদের উপস্থিতি বেশি

নারীদের লাইনে ভিড় বেশি। ছবি- এস আলম সুমন।

নারীদের লাইনে ভিড় বেশি। ছবি- এস আলম সুমন।

'হুনছি মানুষ কম আইবা ভোট দেওয়াত। আইয়া দেখি বউত ভোটার। দুই ঘণ্টা ধরি উবাই থাকছি লাইনো।'

কুলাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়। কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি। তবে ভোট গ্রহণে কিছুটা ধীরগতি বলে জানান ভোটাররা।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা কুলাউড়া সদর রাউৎগাও, কাদিপুর ইউপির ১২ টি কেন্দ্রে ঘুরে জানা যায়, সকাল থেকে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণীয়। কুলাউড়া সদর ইউনিয়নের করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা হালিমা বেগম, রোকসানা আক্তার বলেন, ভোটের পরিবেশ সুন্দর। তবে ভোট গ্রহণে কিছুটা বিলম্ব হচ্ছে। দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি। এখনো আরো ঘণ্টাখানেক সময় লাগবে।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রহমত আলী বলেন, এখানে ১২৯৩টি ভোট রয়েছে। সকাল দশটা পর্যন্ত ৩০০ টি ভোট কাস্ট হয়েছে।

হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নারী ভোটার জাহানারা বেগম, রেহানা ও জয়নুব বেগম বলেন, সকাল সাড়ে ৮ টায় এসেছি। মনে করেছিলাম তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়ি চলে যাবো কিন্ত এখনো লাইনে দাঁড়িয়ে আছি।

পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা সুফিয়া পারভীন, শ্রীলেখা বলেন সকালে ভোট দিতে এসেছি। পরিবেশ শান্ত দেখছি।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলী শামীম বলেন, কেন্দ্রে ১১৭৬ টি ভোট রয়েছে। সকাল সাড়ে দশটা পর্যন্ত কাস্ট হয়েছে ৩৫০ টি ভোট।

রাউৎগাঁওয়ে কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সিহাব আহমদ, শেফালি আক্তার, সোহানা বলেন, ভোট নিয়ে শঙ্কা ছিলো। কেন্দ্রে এসে দেখি বেশ শান্ত পরিবেশে ভোট হচ্ছে। 

চৌধুরীবাজার জিএস কুতুব শাহ আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা ৬৫ বছরের মিনারা বেগম নিজস্ব ভাষায় বলেন, 'হুনছি মানুষ কম আইবা ভোট দেওয়াত। আইয়া দেখি বউত ভোটার। দুই ঘণ্টা ধরি উবাই থাকছি লাইনো।'

এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. মুহিবুল বলেন, ১২১৩ টি ভোটের মধ্যে তিনশো ভোট কাস্ট হয়েছে সকাল ১১ টা পর্যন্ত। নারী ভোটাররা একটু সময় নিয়ে ভোট দেন। এ জন্য ভোট কিছুটা বিলম্ব হচ্ছে। 

কাদিপুরের মনসুর আশরাফিয়া মাদ্রাসা কেন্দ্রের ভোটার মতিউর রহমান, আফসানা সুলতান, পারভীন শেলী বলেন, ভোটার বেশি। অনেক সময় ধরে লাইন ধরে দাঁড়িয়ে আছি।

কর্মধার রাঙ্গীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ষাটোর্ধ্ব সুদর্শন রবিদাস, মোহিনী ভুমিজ, আনিকা পাশী, রিয়ানা খংলা, জয়ন্ত পাশীসহ একাধিক চা শ্রমিক ও নৃতাত্বিক গোষ্টির ভোটার বলেন, ‘ভোট আসলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দেই। জয়ী হলে চেয়ারম্যান মেম্বারদের পেতেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়। এটা যদি চেয়ারম্যান মেম্বাররা যদি বুঝতেন। লাইনে দাঁড়িয়ে ভোট দিলেও আমাদের কোন লাভ হয়না। কাজ না পেলে কেউ খোঁজ নেয়না।’

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুকান্ত ভৌমিক বলেন, ৩০৬৬ টি ভোটের মধ্যে ৯১০ টি ভোট কাস্ট হয়েছে সকাল ১১টা পর্যন্ত।

কর্মধার নলডরি সরকারি জলিতা রামারায় , রোজিনা নিয়ালাং, সাহার থংপেরসহ একাধিক নৃতাত্বিক গোষ্ঠির নারী ভোটাররা জানান, পুঞ্জি থেকে ভোরে এসে কেন্দ্রের সামনে অপেক্ষা করেছি। সকাল ৮ টায় থেকে সাড়ে ১১ টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে পায়ে ব্যাথা হয়ে গেছে। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সুকুমার চন্দ্র শীল বলেন, ৩২৩৯ টি ভোটের মধ্যে ১২০০ ভোট কাস্ট হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। সব কেন্দ্রে গুলোতেই পর্যাপ্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। বিজিবি, র‍্যাব নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে। ১৩ টি স্টাইকিং ফোর্স ও ৫ জন জুডিশিয়াল ও ৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে দায়িত্ব পালন করছেন।

আইনিউজ/এস আলম সুমন/এসডি

আইনিউজে মৌলভীবাজারের বিভিন্ন ভিডিও খবর

১০ বছর পর শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন, নাগরিকদের স্বস্তি। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন : ভোটকেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

মৌলভীবাজারের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়