Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৪:২৬, ২৫ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে আরও ১৩৫ জনের করোনা পজিটিভ

মৌলভীবাজারে করোনা পজিটিভ হিসেবে আরও ১৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। এসময় সুস্থ হয়েছেন ৩ জন করোনা রোগী। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩৫ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৪৭ দশমিক ২ শতাংশ।

শনাক্ত ব্যক্তিদের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৩০ জন রয়েছেন। এছাড়া কুলাউড়ায় ২৮ জন,কমলগঞ্জে ১৮ জন, শ্রীমঙ্গলে ১৭ জন, বড়লেখায় ১৩ জন, সদরে ১২ জন, রাজনগরে ৮ জন এবং জুড়ীতে ৯ জন করোনা পজিটিভ ব্যক্তি শনাক্ত করা হয়েছে। 

আরও পড়ুন- মৌলভীবাজারে সকল প্রকার সভা-সমাবেশ বন্ধ রাখতে জেলা প্রশাসকের নির্দেশ

মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৫ এপ্রিল। সেই থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৮৭৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। 

২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৩ জনই কমলগঞ্জের বাসিন্দা।ফলে মোট শনাক্তকারী ব্যক্তিদের মধ্যে করোনাকে জয় করলেন ৭ হাজার ৫১৭ জন।

অনেকদিন ধরেই মৌলভীবাজারে করোনার সংক্রমণে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায় নি। জেলায় এ পর্যন্ত ৭২ জন মারা গেছেন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। 

২৪ ঘণ্টায় হাসপাতালে ৯ জন করোনা রোগী ভর্তি হয়েছে। ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৫৯ জন। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ